Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুরু ভালোবাসার সপ্তাহ, এবছর সিঙ্গেল গোলাপের চাহিদা রয়েছে সব থেকে বেশি

শুরু ভালোবাসার সপ্তাহ, এবছর সিঙ্গেল গোলাপের চাহিদা রয়েছে সব থেকে বেশি, জানাচ্ছেন দোকানদারেরা।
আসন্ন ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে। সাধারণত, তার ৭ দিন আগে থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ অর্থাৎ গ…

 




 শুরু ভালোবাসার সপ্তাহ, এবছর সিঙ্গেল গোলাপের চাহিদা রয়েছে সব থেকে বেশি, জানাচ্ছেন দোকানদারেরা।


আসন্ন ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে। সাধারণত, তার ৭ দিন আগে থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ অর্থাৎ গোলাপ দিবস পালনের মধ্য দিয়ে শুরু হয় প্রেমের সপ্তাহ। সে অনুযায়ী, আজ রোজ ডে’র মধ্য দিয়ে শুরু হলো ভালোবাসা সপ্তাহ। আর প্রেমের শুরু তো ফুল দিয়েই।

প্রেমিক-প্রেমিকা হোক বা যে কোনও প্রিয়জন, হাতে ধরে গোলাপ উপহার দেওয়ার দিন আজই। ভালোবাসার ফুল গোলাপ। ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনও সবকিছুর ঊর্ধ্বে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ফুলের দোকানগুলিতে সকাল থেকেই বিক্রি হচ্ছে নানান ধরনের গোলাপ ও গোলাপের বুকে, দেশের লাল গোলাপ প্রতিপিস দাম ১০ টাকা, এবং ব্যাঙ্গালোর গোলাপ ৪০ থেকে শুরু - রয়েছে নানান দামের, গোলাপ দিয়ে বানানো ঝুড়ির দাম শুরু হচ্ছে ১০০ টাকা থেকে, এবং আজ সকাল থেকেই চাহিদা রয়েছে সবথেকে বেশি সিঙ্গেল লাল গোলাপের এমনটাই জানাচ্ছেন দোকানদারেরা।

No comments