ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/f9HRF7_RZ1I
ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সামাজিক দায়বদ্ধ প্রকল্পে সামাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্ন সামগ্রী প্রদান পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়ায় ইন্দোরামা ইন…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/f9HRF7_RZ1I
ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সামাজিক দায়বদ্ধ প্রকল্পে সামাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্ন সামগ্রী প্রদান
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়ায় ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর সামাজিক দায়বদ্ধ প্রকল্পে আর্থিক সহযোগিতায় ,অভ্যুদয় হলদিয়ার ব্যবস্থাপনায়, হলদিয়া সমাজকল্যাণ পর্ষদ(গান্ধী আশ্রম ) এ ২০৪ জনের জন্য প্রায় তিন লক্ষ টাকা সামগ্রী তুলে দেওয়া হয়। অনাথ শিশু, মানসিক প্রতিবন্ধী,ডিভোর্সি মহিলা ,বৃদ্ধা মহিলাদের হাতে স্কুল ব্যাগ,বই, খাতা,কলম,জলের বোতল, টুথব্রাশ, টুথপেস্ট,সাবান স্যানিটাইজার কিট,পোশাক, বিছানার সাজ ও টিফিন হিসাবে বিভিন্ন ধরনের ফলের প্যাকেট প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রসেন প্রসাদ(প্লান্টহেড ) হলদিয়া ইন্দোরামা, সংগ্রাম পট্টনায়ক ( সি এস আর কমিটি ইন্দোরামা ) ভাস্কর দত্ত (ভাইস প্রেসিডেন্ট)ইন্দোরামা সৌরভ ভট্টাচার্য (অ্যাডিশনাল ভাইস প্রেসিডেন্ট )ইন্দোরামা, চন্দন পন্ডা(অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)ইন্দোরামা, দুলাল সামন্ত(সম্পাদক) হলদিয়া সমাজ কল্যাণ পরিষদ , উপস্থিত ছিলেন প্রণব বেরা(সম্পাদক) অভ্যুদয় হলদিয়া। প্রকল্পে এসিস্ট্যান্ট ম্যানেজার চন্দন পণ্ডা বলেন আমরা আমাদের কোম্পানির সামাজিক দায়বদ্ধ প্রকল্পে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য টেলারিং প্রশিক্ষণ এবং তারই সাথে একটি করে টেলারিং মেশিন আমরা তুলে দেওয়া হয়। সারা জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা এ কাজ করি। হলদিয়া অভ্যুদয়ে সহযোগিতা নিয়ে আগামী দিনেও আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব।
No comments