Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যুগাচার্য স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথি উৎসব - রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম

যুগাচার্য স্বামী বিবেকানন্দের  আবির্ভাব তিথি উৎসব - রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম
  2রা ফেব্রুয়ারি, 2024 শুক্রবার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম, হলদিয়া প্রাঙ্গণে  সাড়ম্বরে  কর্মবীর স্বামী বিবেকানন্দের ১৬২ তম আবির্ভাব তিথি উৎসব ভোর 4.45 মি…

 




যুগাচার্য স্বামী বিবেকানন্দের  আবির্ভাব তিথি উৎসব - রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম


  2রা ফেব্রুয়ারি, 2024 শুক্রবার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম, হলদিয়া প্রাঙ্গণে  সাড়ম্বরে  কর্মবীর স্বামী বিবেকানন্দের ১৬২ তম আবির্ভাব তিথি উৎসব ভোর 4.45 মি মঙ্গলারতি ও বৈদিক মন্ত্র উচ্চারনের মাধ‍্যমে আবির্ভাব তিথি অনুষ্ঠানের প্রারম্ভিক  শুভ সূচনা  হয়।  পর্যায়ক্রমে সকাল 8টায়  মিশন আশ্রম প্রার্থনা কক্ষে ষোড়শোপচারে পূজা, হোম  সেই সঙ্গে  বেদপাঠ, স্তবগান  এবং  বিবেকানন্দের গীতি পরিবেশিত হয়। সকাল থেকেই  মিশন আশ্রম পরিচালিত মানবিক উৎকর্ষ বিকাশ কর্মসূচির পড়ুয়া ও ভক্তবৃন্দ একত্রিত হয়ে ভোগ প্রসাদ তৈরির কাজে একনিষ্ঠ ভাবে যুক্ত হয় এবং অনুষ্ঠান পরিচালনা করেন এছাড়া  হোমের আগে সঙ্গীত শিক্ষক শ্রী দেবীশঙ্কর চ‍্যাটার্জী ও এই কর্মসূচির সকল প্রশিক্ষণার্থী সমবেত  ভক্তিগীতি ও কৃত্তনাঙ্গের গান পরিবেশন করেন। স্বামী বিবেকানন্দের জীবন ও বানী সম্পর্কে  বিশেষ পাঠ ও আলোচনা  করেন শ্রীমৎ স্বামী বিবেকাত্মানন্দ (বিবেক মহারাজ) সাধারণ সচিব, রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম, হলদিয়া। বতর্মান প্রজন্মের শিশুদের চরিত্র গঠনে, শিক্ষা প্রসারে এবং  দেশ ও জাতীর বিকাশ সাধনে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা ছোটদের উপযোগী করে  জানানোর জন‍্য স্থানীয়  স্কুল পড়ুয়াদের  হাতে  *সবার স্বামীজী* বই বিতরন করা হয়। অনুষ্ঠানের অঙ্গ হিসাবে উৎসবে আগত ভক্তদের  দুপুরে  বসিয়ে খেচুড়ি প্রসাদ খাওয়ানো  হয়।

No comments