হলদিয়া বইমেলা -- ২ য় বর্ষ
জানুয়ারী ২২ থেকে ২৮ ২ য় হলদিয়া বইমেলা
উদ্বোধনী পদযাত্রায় পা মেলালাম ২২ এর দুপুরে। সন্ধ্যায় গান বাজনার আসরে। একটা ফরমায়েশী ছড়া লিখেছিলাম স্মরণিকা প্রকাশের পরিকল্পনা শুনে..... ছড়াটা পোস্ট ক…
হলদিয়া বইমেলা -- ২ য় বর্ষ
জানুয়ারী ২২ থেকে ২৮ ২ য় হলদিয়া বইমেলা
উদ্বোধনী পদযাত্রায় পা মেলালাম ২২ এর দুপুরে। সন্ধ্যায় গান বাজনার আসরে। একটা ফরমায়েশী ছড়া লিখেছিলাম স্মরণিকা প্রকাশের পরিকল্পনা শুনে..... ছড়াটা পোস্ট করলাম....
।। হলদিয়া বইমেলা ।।
--- দেবাশিস পাহাড়ী
আমার শহর হলদিয়ায়
বই মেলাতে জলদি আয় ---
খোলা মনের উত্তরণের
হালকা হাওয়ায় দোল দি আয়।
সেরার সেরা বন্ধু বই
বই - এর নেশায় মগ্ন হই ---
অজ্ঞানতার অন্ধকারে
আর না যেন আটকে রই।
মোবাইলের সঙ্গ ছেড়ে
বই - এর সঙ্গে ওঠ্ রে বেড়ে ---
জীর্ণ লোকাচারের দেয়াল
আস্তে আস্তে যাবে সরে।
হাজার তথ্য আঁকিবুঁকি
বই-এর পাতায় দিচ্ছে উঁকি ---
আয়রে সবাই তাতাই বাবাই
নতুন বই- এর গন্ধ শুঁকি।
No comments