Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম চলতি অর্থবর্ষের তিনমাস প্রায় ১৬ কোটি টাকা করে আয়

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম চলতি অর্থবর্ষের তিনমাস প্রায় ১৬ কোটি টাকা করে আয় 
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম চলতি অর্থবর্ষের তিনমাস প্রায় ১৬ কোটি টাকা করে আয় করছে। যা নিগমের ইতিহাসে রেকর্ড বলে দাবি করা হচ্ছে।  চলতি অর্থবর্ষ…

 

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম চলতি অর্থবর্ষের তিনমাস প্রায় ১৬ কোটি টাকা করে আয় 


উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম চলতি অর্থবর্ষের তিনমাস প্রায় ১৬ কোটি টাকা করে আয় করছে। যা নিগমের ইতিহাসে রেকর্ড বলে দাবি করা হচ্ছে।  চলতি অর্থবর্ষের এপ্রিল মাসে নিগম প্রথম ১৬ কোটি টাকা আয় করেছিল। মাঝে বর্ষার সময় আয় কিছুটা কমে গিয়েছিল। কিন্তু, গত ডিসেম্বর মাসেও গাড়ি চালিয়ে নিগমের আয় হয়েছে ১৬ কোটি টাকা। চলতি জানুয়ারি মাসেও নিগম আয়ের যে পরিমাণ দেখতে পাচ্ছে তাতে এ মাসেও ১৬ কোটি ছুঁয়ে যাবে হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও শীতকালে পিকনিক, বিভিন্ন অনুষ্ঠান, শিক্ষামূলক ভ্রমণ সহ বিভিন্ন ক্ষেত্রে নিগম গাড়ি ভাড়া দিচ্ছে। এতেও ভালো আয় হচ্ছে। বেশকিছু নতুন গাড়ি এসেছে। সেগুলিও খুব শীঘ্রই রাস্তায় নামানো হবে। এতেও নিগমের আয় বাড়বে বলে মনে করছে এনবিএসটিসি। 

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, চলতি অর্থবর্ষের শুরুতেই একমাসে নিগমের আয় ১৬ কোটি হয়েছিল। ডিসেম্বরেও আমাদের ১৬ কোটি টাকা আয় হয়েছে। জানুয়ারিতেও যা আয় হচ্ছে তাতে আমরা ১৬ কোটি টাকা ছাড়িয়ে যাব। নতুন গাড়িও তৈরি আছে। সেগুলিও রাস্তায় নামবে। এছাড়াও শিক্ষামূলক ভ্রমণেও গাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। এসবেও মাসে গড়ে ৫০ লক্ষ টাকা করে আয় হচ্ছে আমাদের। 

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে চলছে। কর্মী সংখ্যা খুবই কম। নিগমকে সচল রাখতে সরকারি ভর্তুকিও দেওয়া হয়। নিগমে আয় বাড়াতে বিভিন্ন সময়ে নানারকম পরিকল্পনা গ্রহণ করছে। করোনার সময় গাড়ি সেভাবে রাস্তায় নামেনি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আয়ে তখন প্রভাব পড়েছিল। পরবর্তীতে ধীরে ধীরে নিগমের আয় বাড়তে থাকে। অনেক মাসেই আয়ের পরিমাণ ১৪ কোটির কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু, একমাসে ১৬ কোটি টাকা আয় করাটা রেকর্ড বলেই মনে করছে এনবিএসটিসি। এই পরিস্থিতিতে ফের নিগমের আয় বৃদ্ধি পাওয়ায় খুশির হাওয়া ছড়িয়েছে ডিপোগুলিতে।

No comments