হলদিয়াতে পালিত হল প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন
মহিষাদল বিধানসভার অন্তর্গত দেভোগ গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে বুধবার সকাল ১১ টায় থেকে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ভবতোষ পাত্র,শান্তি মন্ড…
হলদিয়াতে পালিত হল প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন
মহিষাদল বিধানসভার অন্তর্গত দেভোগ গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে বুধবার সকাল ১১ টায় থেকে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ভবতোষ পাত্র,শান্তি মন্ডল বারিক হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘোড়াই,সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি,মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ শম্ভু সাহু, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনা বেরা,দেভোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনতি মাভই,উপপ্রধান বাদল চন্দ্র দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হয় দেভোগ গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে।
No comments