Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৭১তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে বুধবার মাতৃধাম

মাতৃমন্দির প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উৎসব এবং মা সারদার ১৭১তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে বুধবার মাতৃধাম জয়রামবাটিতে ভক্তের ঢল নামে। সকাল থেকে দিনভর নানা অনুষ্ঠান হয়েছে। এদিন কামারপুকুর রামকৃষ্ণ মঠেও প্রথা মেনে মা সারদার জন্মতিথি পাল…

 


মাতৃমন্দির প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উৎসব এবং মা সারদার ১৭১তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে বুধবার মাতৃধাম জয়রামবাটিতে ভক্তের ঢল নামে। সকাল থেকে দিনভর নানা অনুষ্ঠান হয়েছে। এদিন কামারপুকুর রামকৃষ্ণ মঠেও প্রথা মেনে মা সারদার জন্মতিথি পালিত হয়। ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে বিয়ের পর যে বাড়িতে মা সারদা বসবাস করতেন, সেই মাটির বাড়িটিকে এদিন ফুল দিয়ে সাজানো হয়। বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছিল।  

জয়রামবাটি মাতৃমন্দিরের মুখপাত্র স্বামী পররূপানন্দজি বলেন, ভোর থেকে বিশেষ পুজো সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে

জন্মতিথি পালন করা হয়। এদিন মায়ের নতুন পুজো ভাণ্ডারের উদ্বোধন করেন মঠের ভাইস প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ মহারাজ। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় ভোগের ফলমূল সতেজ থাকবে।   

মাতৃমন্দির সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে ৪টেয় মঙ্গলারতি শুরু হয়। তারপর ক্রমান্বয়ে বেদপাঠ ও মায়ের বিশেষ পুজো হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা জয়রামবাটি গ্রাম প্রদক্ষিণ করে। পরে ভক্তিগীতি, হোম এবং গীতিআলেখ্য হয়। দুপুরে বাউল সঙ্গীত এবং বিকেলে ধর্ম সভা হয়। দুপুরে প্রায় ১৮ হাজার ভক্তকে প্রসাদ বিলি করা হয়।  

মাতৃমন্দির সূত্রে জানা গিয়েছে, বিশেষ এই দিনটির জন্য দূরদূরান্ত থেকে আগের দিন থেকেই ভক্তরা মাতৃধামে চলে আসেন। তাঁরা এদিন শোভাযাত্রাতেও অংশ নেন। 

No comments