Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া চকদ্বীপা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/NwiPy79EgjM
হলদিয়া চকদ্বীপা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

৭৫ বছরে পদার্পন করেছে হলদিয়ার চকদ্বীপা হাইস্কুল।২৫-২৭শে জানুয়ারি তিনদিন ধরে প্লাটিনাম জুবিলি উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান …

 



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/NwiPy79EgjM


হলদিয়া চকদ্বীপা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন



৭৫ বছরে পদার্পন করেছে হলদিয়ার চকদ্বীপা হাইস্কুল।২৫-২৭শে জানুয়ারি তিনদিন ধরে প্লাটিনাম জুবিলি উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান হয়।২৫শে জানুয়ারি বৃহস্পতিবার সূচনা হয়। উৎসব কমিটির সম্পাদক তথা স্কুলের প্রধান শিক্ষক মণিশঙ্কর গিরি বলেন, ১৯৪৯ সাল থেকে পথ চলা শুরু করে হলদিয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের চকদ্বীপা হাইস্কুল। ১৮৭২ সালে এর প্রথম পথ চলা শুরু হয় চকদ্বীপা বোসের মোড়ে গ্রামবাসীদের ঐকান্তিক প্রচেষ্টা। এই বিদ্যালয়ে প্রথমে প্রাথমিক পরবর্তীকালে মধ্য বাংলা মধ্য ইংরেজি এবং তারই বিবর্তনের পরে হাই স্কুল হয়। ১৯৭২ সাল থেকে উচ্চ মাধ্যমিকের রূপান্তরিত হয় চকদ্বীপা হাই স্কুল।

 বিদ্যালয়টি তৈরি হয়েছে প্রায় সাড়ে তিন বিঘা জমির উপর। ভূমি দান করেছিলেন মুরারী মোহন বিষয়ই, হারাধন বিষয়ই, এবং কালিপদ বিষয়ই এই ভূমি দান করেছিলেন। পরবর্তীকালে অনেকেই এগিয়ে এসেছিলেন ,অর্থ ঐ শ্রম দানে মধ্য দিয়ে এই ছোট্ট বিদ্যালয় তিলে তিলে তিলো তোমার হয়ে দাঁড়িয়েছে হলদিয়া শহরে। ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ২২০০ শত। শিক্ষক অশিক্ষক কর্মচারী থাকলেও যথাযথ এখনো প্রায় ১১টি শিক্ষক পদ, গ্রুপ ডি ২টা পদ, ক্লার্ক ১টি পদ শূন্য রয়েছে। ‌‌‌‌‌‌‌ তা সত্ত্বেও শিক্ষক ছাত্র অনুপাত অনুযায়ী পড়াশুনো চলছে ভালোই। তিনি বলেন ইতিমধ্যে বহু ছাত্র-ছাত্রী এই স্কুল থেকে বেরিয়ে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত হয়েছেন তাদেরকে নিয়েই ২৬ শে জানুয়ারি অর্থাৎ গতকাল প্রাক্তনী সম্মেলন হয়েছিল।

তিনি আরো বলেন ১৯৪৯ সালে সরকারিভাবে স্বীকৃত পেয়েছে এই বিদ্যালয়। সেই হিসাব নিয়েই ৭৫ তম বর্ষে পদার্পণ করলো প্লাটিনাম জুবলিতে। গত ২০২৩ সাল থেকে শুরু হয়েছিল এই উৎসব এই উৎসবে আজ ২৭ জানুয়ারি ২০২৪ সমাপ্তি দিন।

সম্পাদক তথা প্রধান শিক্ষক বললেন যারা  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করেছিলেন ভূমি দান করেছিলেন তাদের ফলগুলি রয়েছে যেগুলি নষ্ট হয়ে গেছে নতুন করে ফলক বসানো হবে।৭৫বছর পূর্তি উপলক্ষে চারুকলা,বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শনী,পত্রিকা প্রকাশ,নাটক,প্রাক্তনী সমাবেশ ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।



No comments