রেকর্ড মদ বিক্রি হল রাজ্যেনববর্ষে রেকর্ড মদ বিক্রি হল রাজ্যে। ২০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এক হাজার কোটি টাকার আবগারি শুল্ক আদায় হয়েছে। অঙ্কটি গত বছরে ছিল প্রায় ৮০০ কোটি। সূত্রের খবর, এই এক হাজার কোটির মধ্যে ৬৫০ কোটি ট…
রেকর্ড মদ বিক্রি হল রাজ্যে
নববর্ষে রেকর্ড মদ বিক্রি হল রাজ্যে। ২০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এক হাজার কোটি টাকার আবগারি শুল্ক আদায় হয়েছে। অঙ্কটি গত বছরে ছিল প্রায় ৮০০ কোটি।
সূত্রের খবর, এই এক হাজার কোটির মধ্যে ৬৫০ কোটি টাকা এসেছে শুধুমাত্র বিদেশি মদ ও বিয়ার থেকে। গুরুত্বপূর্ণ হল এবার দেশি মদের বিক্রি কমেছে প্রায় ১৮ শতাংশ। অন্যদিকে, শীতেও বিয়ারের দিকেই বেশি ঝুঁকেছেন সুরাপ্রেমীরা। বিয়ারের বিক্রি বেড়েছে প্রায় ২২ শতাংশ। এই কারণে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে বিদেশি মদ বাবদ আবগারি শুল্ক। এর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আদায় হয়েছে ৩১ ডিসেম্বর।
বর্তমানে রাজ্যে বার ও মদের দোকানের সংখ্যা সাড়ে পাঁচ হাজার। রাজ্যের দাবি, আবগারি শুল্ক বাড়লেও মদ বিক্রির পরিমাণ সব মিলিয়ে মোটামুটি একই রয়েছে। বারগুলিতে অফ শপ খুললেও এই মুহূর্তে নতুন মদের দোকানের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে রাজ্যের এখনই কোনও পরিকল্পনা নেই।
আবগারি শুল্ক বাড়লেও মদ বিক্রির মোট পরিমাণ কোনওভাবেই বাড়েনি বলেই রাজ্যের দাবি। তাহলে শুল্ক আদায় বৃদ্ধির কারণ কী? বিশেষজ্ঞদের মতে, শুল্ক বেড়েছে আবগারি কর কাঠামোয় পরিবর্তন আনার কারণে।
প্রসঙ্গত, গত অর্থবর্ষে আবগারি শুল্ক বাবদ রাজ্যের কোষাগারে ঢুকেছিল প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা। সেখানে চলতি অর্থবর্ষে, ৩১ ডিসেম্বর পর্যন্তই এই অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে সাড়ে ১৩ হাজার কোটিতে। অঙ্কটি বাকি তিনমাসে ১৮ হাজারের গণ্ডি পেরবে বলেই মনে করছেন আবগারি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
No comments