হলদিয়া বন্দরে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হলসারা ভারতবর্ষে ১২টি বন্দরের অন্যতম বন্দর হলদিয়া। কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসেবে গড়ে উঠেছিল হলদিয়া বন্দর। ১৯৫৯ সালের ১লা নভেম্বর এন্কারেজ রুল করে প্রথম হলদিয়া বন্দরে পন্য ওঠা ন…
হলদিয়া বন্দরে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল
সারা ভারতবর্ষে ১২টি বন্দরের অন্যতম বন্দর হলদিয়া। কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসেবে গড়ে উঠেছিল হলদিয়া বন্দর। ১৯৫৯ সালের ১লা নভেম্বর এন্কারেজ রুল করে প্রথম হলদিয়া বন্দরে পন্য ওঠা নামানোর কাজ শুরু হয়েছিল। সেই হলদিয়া বন্দর তিলে তিলে তিলোত্তমা হয়েছে হলদিয়া বন্দরে স্টেডিয়ামে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় । বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আজকের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত ছিলেন কলকাতা হলদিয়া পোর্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট বন্দরের ডেপুটি চেয়ারম্যান একে মেহেরা উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতৃত্ববৃন্দ।
No comments