কল্পতরু উৎসবে মাতলেন হলদিয়ার মানুষজন। এদিন হলদিয়ার টাউনশিপ অ্যাঙ্করেজ ক্যাম্পে রামকৃষ্ণ সেবায়তন মন্দিরসারা হলদিয়াতে সোমবার কল্পতরু উৎসবে মাতলেন হলদিয়ার ভক্ত বৃন্দ। এদিন হলদিয়ার টাউনশিপ অ্যাঙ্করেজ ক্যাম্পে রামকৃষ্ণ,ওঅভ্যুদয় সংস্থ…
কল্পতরু উৎসবে মাতলেন হলদিয়ার মানুষজন। এদিন হলদিয়ার টাউনশিপ অ্যাঙ্করেজ ক্যাম্পে রামকৃষ্ণ সেবায়তন মন্দির
সারা হলদিয়াতে সোমবার কল্পতরু উৎসবে মাতলেন হলদিয়ার ভক্ত বৃন্দ। এদিন হলদিয়ার টাউনশিপ অ্যাঙ্করেজ ক্যাম্পে রামকৃষ্ণ,ওঅভ্যুদয় সংস্থার রামকৃষ্ণ মন্দিরে কল্পতরু উৎসব ,রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমে সেবায়তন মন্দির, চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম কল্প তরু উৎসব উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠান হয়। শোভাযাত্রার পাশাপাশি প্রতিটি মন্দিরে পুজো, আরতি ও হোমযজ্ঞ হয়। সবচেয়ে বড় অনুষ্ঠান হয় শিল্পশহরের অ্যাঙ্করেজ ক্যাম্পের টাউনশিপ রামকৃষ্ণ সেবায়তন মন্দিরে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভক্তের সমাগম হয় মন্দিরে। এই উপলক্ষে আলোচনা সভা ভক্তিমূলক গান এছাড়াও একমাস ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অংকন প্রতিযোগিতা এবং বিবেকানন্দের উপর বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল। তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কল্পতরু উৎসবে প্রতিটি জায়গাতেই ভক্তদের ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়।
No comments