Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন। যুব দিবস উপলক্ষ্যে বন্দর শহর হলদিয়ায় পরিবেশরক্ষা ও অন্ধত্ব নিবারণ বিষয়ে দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা

স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন। যুব দিবস উপলক্ষ্যে বন্দর শহর হলদিয়ায় পরিবেশরক্ষা ও অন্ধত্ব নিবারণ বিষয়ে দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা
আজ, শুক্রবার স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন। যুব দিবস উপলক্ষ্যে বন্দর শহর হলদিয়ায় পরি…

 

স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন। যুব দিবস উপলক্ষ্যে বন্দর শহর হলদিয়ায় পরিবেশরক্ষা ও অন্ধত্ব নিবারণ বিষয়ে দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা


আজ, শুক্রবার স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন। যুব দিবস উপলক্ষ্যে বন্দর শহর হলদিয়ায় পরিবেশরক্ষা ও অন্ধত্ব নিবারণ বিষয়ে দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা হচ্ছে। শিল্পশহরের পরিবেশরক্ষা, সবুজায়ন ও পরিচ্ছন্নতার জন্য ‘হলদিয়া হোক তিলোত্তমা’ নামে অভিনব একটি প্রকল্প শুরু হতে চলেছে। তাতে স্কুল-কলেজের পড়ুয়া, স্থানীয় বাসিন্দা, ও ব্যবসায়ীদের শামিল করা হবে। এছাড়া জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচিতে গ্রামে গ্রামে শিবির করে বিনামূল্যে চোখ পরীক্ষার জন্য একটি মোবাইল ক্লিনিক্যাল ভ্যানের উদ্বোধন হবে। সামাজিক সেবাকাজে গুরুত্ব দিতে এই উদ্যোগ নিয়েছে হলদিয়ার দুর্গাচকের রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম। পরিবেশ দপ্তর, হলদিয়া পুরসভা, আইওসি রিফাইনারি, হলদিয়া পেট্রকেম, মহিষাদল রাজ কলেজ যৌথভাবে একাজে মিশনকে সাহায্য করছে।

হলদিয়া টাউনশিপে বন্দর কর্তৃপক্ষের বিবি ঘোষ অডিটোরিয়ামে এদিন স্বামীজির আবির্ভাব দিবস ও জাতীয় যুব দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে মিশন কর্তৃপক্ষ। সেখানেই এই দু’টি সামাজিক প্রকল্পেরও সূচনা হবে। পেট্রকেমের মোবাইল ক্লিনিক্যাল ভ্যানের উদ্বোধন করবেন জেলাশাসক তানবীর আফজল। ‘হলদিয়া হোক তিলোত্তমা’ প্রকল্পের সূচনা করবেন আইওসি রিফাইনারির প্ল্যান্ট হেড অতনু সান্যাল। হলদিয়ার মানুষ দূষণে জেরবার। নাগরিক সচেতনতার অভাবে হলদিয়ায় দূষণের মাত্রা বেড়েই চলেছে। রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম কর্তৃপক্ষ পরিবেশ রক্ষায় সবাইকে নিয়ে সমন্বয় সাধনের উদ্যোগ নিয়েছে। ‘হলদিয়া হোক তিলোত্তমা’ কর্মসূচিতে শহরের দূষণ নিয়ন্ত্রণ এবং সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হলদিয়ার রিজিওনাল অফিসের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা পরামর্শ দিচ্ছেন। রূপরেখা তৈরি করছেন মহিষাদল রাজ কলেজের অধ্যাপক শুভময় দাস।

মিশনের সাধারণ সম্পাদক বিবেকাত্মানন্দজি মহারাজ বলেন, প্রাথমিকভাবে দুর্গাচকে শহরের প্রাণকেন্দ্রে ক্ষুদিরাম স্কয়্যার থেকে সিপিটি মার্কেট পর্যন্ত দু’কিমি এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু হচ্ছে। তথ্য সংগ্রহ, ম্যাপ তৈরি, দূষণের কারণ অনুসন্ধান, এলাকার নাগরিকদের সমস্যা জানতে টিম গড়ে কাজ হবে। স্কুল কলেজের পড়ুয়া ও নাগরিকদের এই টিমে পরিবেশ বিজ্ঞানী, শিক্ষক, শিল্পী, আইনজীবীরা থাকবেন। 

মিশন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বামীজির সেবাকাজের আদর্শে নিজেদের যুক্ত করার জন্য এগিয়ে এসেছে হলদিয়া পেট্রকেম। গ্রামে গ্রামে চোখ পরীক্ষার শিবির করার জন্য মিশনকে তারা শীতাতপ মোবাইল ক্লিনিক্যাল ভ্যান দিয়েছে। এছাড়াও চোখের প্রেসার মাপার জন‍্য অত্যাধুনিক কম্পিউটারাইজড নন কনট্যাক্ট টনোমিটার নামে একটি দামি চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে হলদিয়ার পরিবেশ, শিক্ষা, চিকিৎসা পরিষেবার জন্য একাধিক প্রকল্প হাতে নিচ্ছে বলে জানান পেট্রকেমের জেনারেল ম্যানেজার(এইচআর) সমীরণ সরকার। মিশনের যুব দিবসের অনুষ্ঠানে হলদিয়ার ২০টি স্কুলের ছ’শতাধিক পড়ুয়া অংশ নিচ্ছে। তাদের প্রত্যেককে মিশনের তরফে ‘সবার স্বামীজি’ বই উপহার পাঠানো হয়েছে। অনুষ্ঠানে স্কুল পড়ুয়ারা শ্রোতা নয়, মঞ্চে স্বামীজিকে নিয়ে তাদের অভিব্যক্তির কথা শুনবেন সবাই। এদিন উপস্থিত থাকবেন স্বামী প্রার্থনানন্দজি মহারাজ, সৎকৃতানন্দজি মহারাজ, গবেষক পূর্বা সেনগুপ্ত, বনদপ্তরের স্পেশাল কমিশনার অসিতা মিশ্র।-

No comments