প্রাণপ্রতিষ্ঠার জন্য প্রভু শ্রীরামচন্দ্র তাঁকেই বেছে নিয়েছেন! এমনটাই মনে করেন নরেন্দ্র মোদিপ্রাণপ্রতিষ্ঠার জন্য প্রভু শ্রীরামচন্দ্র তাঁকেই বেছে নিয়েছেন। এমনটাই মনে করেন নরেন্দ্র মোদি। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আর বাকি ১১ দিন…
প্রাণপ্রতিষ্ঠার জন্য প্রভু শ্রীরামচন্দ্র তাঁকেই বেছে নিয়েছেন! এমনটাই মনে করেন নরেন্দ্র মোদি
প্রাণপ্রতিষ্ঠার জন্য প্রভু শ্রীরামচন্দ্র তাঁকেই বেছে নিয়েছেন। এমনটাই মনে করেন নরেন্দ্র মোদি। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আর বাকি ১১ দিন। তার আগে প্রধানমন্ত্রীর হাতে গর্ভগৃহে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে হাই ভোল্টেজ প্রচার তুঙ্গে। তাতে বিতর্কও কম হচ্ছে না। কোনও বিরোধী নেতানেত্রী নন, মোদির এই কাজ নিয়ে প্রশ্ন তুলে উদ্বোধনী অনুষ্ঠান কার্যত বয়কট করেছেন দেশের অন্যতম প্রাচীন হিন্দুধর্মীয় ভাবধারার প্রচারক চার শঙ্করাচার্য। হিন্দু ধর্মগুরুদের পক্ষ থেকে এই অস্বস্তিকর বার্তা আসার পরই হঠাৎ মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে ব্যতিক্রমী অডিও বার্তা জারি করে সাফ বলেছেন, ‘প্রভু রাম ভারতবাসীর পক্ষ থেকে আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন।’ সেই দায়িত্ব পালন করার আগে নিজেকে যোগ্য, পবিত্র ও বিশুদ্ধ করে তোলার কথাও জানিয়েছেন মোদি। বলেছেন, ‘আজই আমার ব্রত শুরু হচ্ছে, নাসিকের পঞ্চবটী থেকে।’ এই ইস্যুতে প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। মোদির সুরেই তিনি বলেছেন, স্বয়ং রামচন্দ্রই তাঁর মন্দির নির্মাণের জন্য উপাসক বেছে নিয়েছেন। সোমনাথ মন্দির থেকে তাঁর রথযাত্রার উল্লেখ করে আদবানি নিজেকে রথের সারথি বলে উল্লেখ করেছেন।
এই ১১ দিন প্রধানমন্ত্রী পুজো, ধ্যান এবং হোম যজ্ঞের মধ্যেই কাটাবেন। একে বলা হয়ে সংযম। দেবতার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যেও আধ্যাত্মিকতা বোধ জাগ্রত হওয়া জরুরি। তাই তিনি এই ‘কঠিন তপস্যা’র পথ অবলম্বন করছেন বলে দাবি মোদির। সংযম পালনের বিধান দেওয়া রয়েছে গীতা এবং পতঞ্জলির কয়েকটি অধ্যায়ে। অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, পরিচ্ছন্নতা, সন্তোষ, ঈশ্বরপ্রণিধান ইত্যাদি আচার পালন করতে হয়।
মোদি মনে করেন হাজার বছর ধরে আক্রান্ত ভারতকে যে আত্মবিশ্বাস স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন, সেই আত্মবিশ্বাসই আজ রামমন্দির প্রতিষ্ঠার মধ্যে প্রতিফলিত হতে চলেছে। মোদি জানিয়েছেন, অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার দায়িত্ব পাওয়া সহজ কাজ নয়। তাই তিনি এই দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছেন। শুধু তাই নয়, তাঁকে কে এই দায়িত্ব দিয়েছেন সেটাও মোদি স্পষ্ট জানিয়েছেন। প্রভূ শ্রীরামচন্দ্র!
No comments