মকর সংক্রান্তি পূন্যস্নান গঙ্গাসাগর- গেঁওয়াখালী মেলা কমিটির উদ্যোগে গঙ্গা পুজোর উদ্বোধনে- বিধায়ক
আজ মকর সংক্রান্তি পুণ্যস্নান। মহিষাদল বিধানসভার অন্তর্গত গঙ্গাসাগর গেঁওয়াখালী মেলা কমিটির উদ্যোগে সবজি বাজার ও লোকনাথ মন্দির প্রাঙ…
মকর সংক্রান্তি পূন্যস্নান গঙ্গাসাগর- গেঁওয়াখালী মেলা কমিটির উদ্যোগে গঙ্গা পুজোর উদ্বোধনে- বিধায়ক
আজ মকর সংক্রান্তি পুণ্যস্নান। মহিষাদল বিধানসভার অন্তর্গত গঙ্গাসাগর গেঁওয়াখালী মেলা কমিটির উদ্যোগে সবজি বাজার ও লোকনাথ মন্দির প্রাঙ্গণে গঙ্গা পুজো ও মেলার আয়োজন করা হয়। গঙ্গাসাগর গেঁওয়াখালী মেলা কমিটির আয়োজনে গঙ্গা পুজো মকর সংক্রান্তির পূণ্যস্নান এবং গঙ্গা পূজা। ২০১৮ সাল থেকে শুরু হয়েছে। মেলা কমিটির সভাপতি তথা নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা বলেন। অনেক মানুষ গঙ্গাসাগর মেলাতে যেতে পারেনা সেই সেই সকল পুণ্যার্থীদের জন্য গেঁওয়াখালী সবজি বাজার এবং লোকনাথ মন্দির প্রাঙ্গনে পুণ্যার্থী দের পূর্ণ্য স্নানের জন্য ব্যারিকেড করে ঘাট বেঁধে দেওয়া হয়েছে। আজ প্রায় সাড়ে তিন হাজার মানুষ পূর্ণ স্থানে অংশগ্রহণ করেছেন। পুণ্যস্নানে পর গঙ্গা মায়ের পূজার খিচুড়ি ভোগ হয়েছিল সেই ভোগে অংশগ্রহণ করেছিলেন সকলেই।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত নাটশাল -১ গেঁওয়াখালী সবজি বাজার কমিটি লোকনাথ মন্দির প্রাঙ্গনে মকর সংক্রান্তি পূন্যস্নান এবং গঙ্গা পূজার আয়োজন করলেন গেঁওয়াখালী মেলা কমিটি। গঙ্গা পূজায় উপস্থিত হয়ে সকলের মঙ্গল কামনা করলেন যোগ্য স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস ছিলেন বিশিষ্ট সমাজসেবী ছবিলার মাইতি ছিলেন নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতে প্রধান শিবপ্রসাদ বেরা প্রমুখ।
No comments