Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতাব্দী প্রাচীন গড়হরিপুর গহিরাগেড়িয়া দুগ্ধপণ্ডা পীর সাহেব ও পৌষ সংক্রান্তি মেলা শুরু

শতাব্দী প্রাচীন গড়হরিপুর গহিরাগেড়িয়া দুগ্ধপণ্ডা পীর সাহেব ও পৌষ সংক্রান্তি মেলা শুরু  প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই সংহতি ও সম্প্রীতির বার্তা দিতেই শতাব্দী প্রাচীন গড়হরিপুর গহিরাগেড়িয়া দুগ্ধপণ্ডা পীর সাহেব ও পৌষ সংক্রান্তি মেল…

 


শতাব্দী প্রাচীন গড়হরিপুর গহিরাগেড়িয়া দুগ্ধপণ্ডা পীর সাহেব ও পৌষ সংক্রান্তি মেলা শুরু 

 প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই সংহতি ও সম্প্রীতির বার্তা দিতেই শতাব্দী প্রাচীন গড়হরিপুর গহিরাগেড়িয়া দুগ্ধপণ্ডা পীর সাহেব ও পৌষ সংক্রান্তি মেলা শুরু হল। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের গড়হরিপুর স্কুল বাজার প্রাঙ্গণে গহিরাগেড়িয়া দুগ্ধপণ্ডা পীর সাহেব ও পৌষ সংক্রান্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দাঁতন ২ ব্লকের বিডিও রাজনীষ কুমার যাদব ও ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ  ইপ্তেকার আলি। ইপ্তেকার আলি জানিয়েছেন, এই মেলার একদিকে পীর সাহেবের মাজার, আবার অন্যদিকে মা কালীর মন্দির। তাই বাংলার সংস্কৃতিকে কখনোই ভোলা যায় না। আমরা সবাই ইউনাইটেড। দাঁতন ২ ব্লকের বিডিও রাজনীষ কুমার যাদব বলেন, মেলা মানেই মহামিলন। এই মেলা খুবই উল্লেখযোগ্য। এখানে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষেরা উপভোগ করেন। সবাই আইনশৃঙ্খলা মেনে চলবেন। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, দশদিন ধরে চলবে এই মেলা। রয়েছে শতাধিক স্টল। বস্ত্রবিতরণ, রক্তদান-সহ নানা সামাজিক অনুষ্ঠান রয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। উপস্থিত ছিলেন দাঁতন ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: নিলয় কুমার দাস, জেলা পরিষদের সদস্য প্রীতিলতা বেরা, ব্লকের কর্মাধ্যক্ষ নন্দগোপাল সাহু, হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহুয়া সাউ বেরা, নারায়নগড় কলেজের অধ্যক্ষ ড: বাদল জানা, সমাজসেবী যাদব চন্দ্র বর প্রমুখ।

No comments