Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাত দিনের নক-আউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হল

সাত দিনের নক-আউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হল বৃহস্পতিবার। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৮টি দল ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিয়েছে। মাঠে ভীড় ছিল ভালোই। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের চাটলা একাদশ ও নিউ একাদশ সংঘের উদ্যোগে আয়োজিত…

 


 সাত দিনের নক-আউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হল বৃহস্পতিবার। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৮টি দল ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিয়েছে। মাঠে ভীড় ছিল ভালোই। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের চাটলা একাদশ ও নিউ একাদশ সংঘের উদ্যোগে আয়োজিত হয় এই নক-আউট ক্রিকেট প্রতিযোগিতা। এদিন চাটলায় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি জানিয়েছেন, খেলাধূলার মাধ্যমে শরীরচর্চার বিকাশ ঘটে। এলাকার যুবকদের ক্রিকেটের প্রতি উৎসাহিত করতে হবে। আয়োজক সংস্থার সভাপতি আইয়ুব খান জানিয়েছেন, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে ৮০ হাজার ও ৫০ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হবে। তবে এলাকার যুবকদের ক্রিকেটের প্রতি ঝোঁক বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান উদয়শংকর সর, আয়োজক সংস্থার সম্পাদক নয়ন পন্ডা, সংস্থার প্রধান উদ্যোক্তা মহেশ্বর কর, সমাজসেবী ইন্দুভূষণ প্রধান, দীপাংশু ভঞ্জ, সুবোধ গুচ্ছাইত, শরিপ সাহা, সুজিত পন্ডা, প্রাণগোবিন্দ প্রামাণিক, শ্যামাপ্রসাদ বেরা, আসাবুল সাহা, রাজা মন্ডল, দিলীপ দে, মানস জানা, রজত পন্ডা, গোপাল দে, সৌরভ দে, নিমাই দে, শঙ্কর দাস, মধুমিতা কর প্রমুখ।

No comments