Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেশব্যাপী রেশন ধর্মঘটের প্রথম দিনে রাজ্যের জেলা শহর এবং গ্রামাঞ্চলের সংশোধিত রেশন এলাকায় বিশেষ প্রভাব পড়েনি

দেশব্যাপী রেশন ধর্মঘটের প্রথম দিনে রাজ্যের জেলা শহর এবং গ্রামাঞ্চলের সংশোধিত রেশন এলাকায় বিশেষ প্রভাব পড়েনি দেশব্যাপী রেশন ধর্মঘটের প্রথম দিনে রাজ্যের জেলা শহর এবং গ্রামাঞ্চলের সংশোধিত রেশন এলাকায় বিশেষ প্রভাব পড়েনি। তবে কলকাতা…

 


দেশব্যাপী রেশন ধর্মঘটের প্রথম দিনে রাজ্যের জেলা শহর এবং গ্রামাঞ্চলের সংশোধিত রেশন এলাকায় বিশেষ প্রভাব পড়েনি

 দেশব্যাপী রেশন ধর্মঘটের প্রথম দিনে রাজ্যের জেলা শহর এবং গ্রামাঞ্চলের সংশোধিত রেশন এলাকায় বিশেষ প্রভাব পড়েনি। তবে কলকাতা, বারাকপুর, দমদম-বিধাননগর, হাওড়া-হুগলি-আসানসোল-দুর্গাপুর এবং হাওড়া ও হুগলির শহরাঞ্চলের বিধিবদ্ধ রেশন এলাকায় ধর্মঘটের বেশ প্রভাব পড়েছে। রাজ্যে মোট রেশন দোকানের সংখ্যা ২০,২০০-র মতো। খাদ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, ১৭,৪০২টি দোকানে স্বাভাবিক কাজ হয়েছে। বিধিবদ্ধ রেশন এলাকায় মোট দোকানের সংখ্য ২,২৭৮টি। রাজ্যের রিপোর্ট অনুযায়ী, বিধিবদ্ধ রেশন এলাকায় স্বাভাবিক কাজ হয়েছে ১৮৯টি দোকানে। সংশোধিত রেশন এলাকার ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক হাসান-উল্লা লস্করের দাবি, তাঁদের এলাকায় প্রায় সব দোকানই স্বাভাবিক পরিষেবা দিয়েছে। যথারীতি চলেছে দুয়ারে রেশন কর্মসূচিও। আজ, বুধবার চালু রেশন দোকানের সংখ্যা বাড়বে বলেই তাঁর দাবি। অন্যদিকে, ধর্মঘটের উদ্যোক্তা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর দাবি, গোটা দেশের সঙ্গে এরাজ্যে ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে। খাদ্যদপ্তর যে সংখ্যক দোকান খোলা রাখার কথা বলছে তা সঠিক নয়।

No comments