Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হলেও কার্যকরী হয়নি এখনো তালা বন্ধ অবস্থায় পড়ে রইল কর্মাঞ্জলি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হলেও কার্যকরী হয়নি এখনো তালা বন্ধ অবস্থায় পড়ে রইল কর্মাঞ্জলি। সামনে ইট বালি চিপ ফেলে চলছে রংরোমির ব্যবসা? সরকারি কর্মঞ্জলি প্রকল্প গত ২রা এপ্রিল ২০২৩ রামনগরে ঠাকুরনগর একগুচ্ছ…

 




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হলেও কার্যকরী হয়নি এখনো তালা বন্ধ অবস্থায় পড়ে রইল কর্মাঞ্জলি। সামনে ইট বালি চিপ ফেলে চলছে রংরোমির ব্যবসা? সরকারি কর্মঞ্জলি প্রকল্প গত ২রা এপ্রিল ২০২৩ রামনগরে ঠাকুরনগর একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে উদ্বোধন হয়। উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মাঞ্জলি চালু হলে কারা সুযোগ পাবে? বিভিন্ন কর্মরত মহিলারা তারা সব থেকে বেশি সুবিধা পাবে। আবাসন ভাড়া মাসে মাত্র ২০০০ টাকা। ‌‌কারা থাকতে পারবেন এই কর্মঞ্জলিতে আবেদনকারী যে কোন সংস্থার কর্মরতা হতে হবে সরকারি বা বেসরকারি মহিলা তাদের ন্যূনতম 5000 টাকা মাসিক আয় হতে হবে। আবেদনকারীদের হলদিয়ার কোন স্থায়ী বাসযোগ্য বা বাড়ি থাকা চলবে না। আবেদনকারীকে আবেদন করতে হবে মাননীয় জেলা শাসক পূর্ব মেদিনীপুর মহোদয়ের নিকট। সেই কর্মঞ্জলি উদ্বোধন হয়েও এক বছর হতে চলল তার কার্যকারিতা শুরু হলো না। জেলা শাসক তানভীর আফজল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন যুব কল্যাণ দপ্তরের হাতেই রয়েছে কর্মাঞ্জলি কি কারণে হয়নি সে নিয়ে মহাকুমার শাসক সুপ্রভাত চ্যাটার্জি মহোদয় কে খোঁজখবর নেওয়ার জন্য বলেছেন যদি কোন  আইনি জটিলতা না থাকে তাহলে খুব শীঘ্রই চালু হয়ে যাবে কর্মাঞ্জলি।

 

No comments