"সমকাজে সমবেতন "এই নির্দেশকে অবজ্ঞা করে কম মজুরি দাবিতে স্মারকলিপি প্রদান সুপ্রিম কোর্টের নির্দেশিত রায় "সমকাজে সমবেতন "এই নির্দেশকে অবজ্ঞা করে কম মজুরি , চিকিৎসা, বোনাস সহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে ঠিকা শ…
"সমকাজে সমবেতন "এই নির্দেশকে অবজ্ঞা করে কম মজুরি দাবিতে স্মারকলিপি প্রদান
সুপ্রিম কোর্টের নির্দেশিত রায় "সমকাজে সমবেতন "এই নির্দেশকে অবজ্ঞা করে কম মজুরি , চিকিৎসা, বোনাস সহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে ঠিকা শ্রমিকদের বঞ্চিত করার বিরুদ্ধে, ২১ হাজার টাকা বেতন অতিক্রম করলে ই এস আই আর প্রাপ্য বোনাস দেওয়া হয় না। এই দাবি সমূহ নিয়ে হলদিয়া তৈল শোধনাগার গেটে শ্রমিকরা ব্যাজ ধারণ, মিছিল, গেট সভা সংগঠিত করা হয়। আই ও সি মুখ্য আধিকারিকের মাধ্যমে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী কে ইউনিয়নগুলির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। নেতৃত্ব দেন লক্ষীকান্ত সামন্ত, গুরুপদ পাল, দিব্যেন্দু দাস, চন্ডীপদ জানা, নির্মল সাহু। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন দেবেশ আদক।
No comments