Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা জুড়ে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন

জেলা জুড়ে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন
এগরা মহকুমা কংগ্রেস  কার্যালয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ১৩৮ বর্ষপূর্তি উদযাপন কৱা হয়, দলীয় পতাকা উত্তোলন করেন পূৰ্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহআপাত্র, উপস্থিত ছিল…

 




জেলা জুড়ে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন


এগরা মহকুমা কংগ্রেস  কার্যালয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ১৩৮ বর্ষপূর্তি উদযাপন কৱা হয়, দলীয় পতাকা উত্তোলন করেন পূৰ্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহআপাত্র, উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক  সাধনকান্তি উত্থাসনী, এগরা মহকুমা কংগ্রেস সভাপতি আল্পনা পট্টনায়ক,  এগরা ১নং ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ জানা, এগরা শহর কংগ্রেসের সভাপতি অশোক মহাপাত্র, আইএনটিইউসি নেতা কালিপদ শীট এবং অন‍্যান‍্য কংগ্রেস নেতা ও কর্মীবৃন্দ।


আজ তমলুকে জেলা কংগ্রেস কাৰ্যালয়ে জাতীয় কংগ্রেসেৱ ১৩৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কৱা হয় এই অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন কৱেন জেলা কংগ্রেসের সাধাৱন সম্পাদক বিকাশ কুমার প্রামানিক ও পাৰ্টিৱ প্রতিষ্ঠাতা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গলায় মাল্যদান কৱেন জেলা কংগ্রেসের সম্পাদক সুকুমাৱ পট্টনায়েক।  উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের ও বি সি‌ দপ্তরের চেয়ারপার্সন চিন্ময় মণ্ডল,জেলা কংগ্রেসের সম্পাদক জয়ন্ত চৌধুৱী, প্রদীপ মালাকার,পি সি সি সদস্য সেক জিয়াদ, স্বপন ৱায় , বাসুদেব জানা সহ আৱো অনেকে।

 কাঁথি মহকুমা কংগ্রেস কার্যালয়ে  কংগ্রেসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে  কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। কংগ্রেসের পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক শৈলজা কুমার দাস, উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সম্পাদক ক্ষিতীন্দ্র মোহন সাউ, প্রাক্তন জেলা কার্যকারী সভাপতি দীপক দাস, কাঁথি মহকুমা সভাপতি গঙ্গারাম মিশ্র, রামচন্দ্র ত্রিপাঠী, প্রলয় দাস, সেক ইমরান আলী, আক্তার আলি খান, আইএনটি ইউসি নেতা প্রদীপ পানিগ্রাহী, সেক এনামুল, নিত্যানন্দ মাইতি, অমৃত দাস প্রমূখ। কংগ্রেসের পতাকা উত্তোলনের পরে কংগ্রেসের প্রতিষ্ঠাতা উমেশচন্দ্রের বন্দ্যোপাধ্যায় প্রতিকৃতিতে মাল্যদান করা হয়, কংগ্রেসের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক শৈলজা কুমার দাস মহাশয়।

বালিঘাইতে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপনে ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি অঞ্জন পট্টনায়ক, এগরা-২নং ব্লক কংগ্রেস  সভাপতি চন্দন মাইতি, কংগ্রেস নেতা সেক আকবর, মন্টু শীট প্রমূখ।

মহিষাদল ব্লক কংগ্রেস শ্রদ্ধার সহিত জাতীয় কংগ্রেস অফিসে কংগ্রেসের ১৩৯তম প্রতিষ্ঠা দিবস পালন করলো। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি মাখন চন্দ্র ঘোড়ই, শশাঙ্ক শেখর মাজী, কংগ্রেস নেতা বকুল মাইতি, সন্তোষ গোস্বামী, রঘুনাথ কামিলা , আমিনুল ইসলাম এবং আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করলেন তাপস মাইতি ব্লক সভাপতি ওসম্পাদক প্রদেশ কংগ্রেস কমিটি।

আজ ২৮শে ডিসেম্বর  পাঁশকুড়া ব্লক কংগ্রেস অফিস প্রাঙ্গনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতা সভাপতি মাননীয় উমেশ চন্দ্র বন্দোপাধ্ধায় মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লক কংগ্রেস সভাপতি রামপদ সামন্ত, জেলা কংগ্রেস নেতা সফিরুদ্দিন খান, কল্যাণ রায়, সেক মুসলেম আলি, সেক তোবারক, গীতা সামন্ত, ফিরোজা বিবি, হানিফ খান, তরুন সামন্ত প্রমুখ নেতৃবৃন্দ।

চন্ডীপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হল , উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি সেক রেজাবুল, সহ সভাপতি রামকৃষ্ণ গায়েন, সূনীল দাস,প্রভাত বেরা, বিশ্বজিৎ পাল, রাহি আলম প্রমুখ।

মংলামাড়ো কংগ্রেস কাৰ্যালয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হল। কংগ্রেসের পতাকা উত্তোলন করেন জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তথা পটাশপুর -১নং ব্লক কংগ্রেস  সভাপতি শঙ্কর বল্লভ, কংগ্রেস নেতা শম্ভু ভূঞ্যা,সেক মুস্তাকিন, হিমাংশু পন্ডা,সেক আসিক ইকবাল, প্রনব মহাপাত্র, কার্তিক মেইকাপ, প্রদীপ মান্না,প্রমূখ।

ভগবানপুরে ১৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হল উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সহ-সভাপতি জনাব মসিউর রহমান ভগবানপুর (পূর্ব) ১ নং ব্লক কংগ্রেসের সভাপতি অসিত পাত্র, সেক সানোয়ার, কংগ্রেস নেতা সুব্রত মহাপাত্র, সামশুল আলম খান, তরুণ রথ, তপন মাইতি প্রমূখ।

ময়না গড়সাফাতে ইন্দিরা গান্ধির মূর্তিতে মাল্যদান ও পতাকা উত্তোলন করে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন, উপস্থিত ব্লক কংগ্রেস সভাপতি শঙ্কর দাস, সহ সভাপতি মানস সাঁতরা ও অন্যান্য কংগ্রেস কর্মীবৃন্দ।

হলদিয়া গান্ধী ভবনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রণব দাস উপস্থিত ছিলেন সুদর্শন মান্না সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দ। বিকেলে ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা- ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ সহ-সভাপতি পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি ,বক্তা - দীপক কুমার দাস, সদস্য ,পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি, প্রণব দাস,সুদর্শন মান্না, অশোক পট্টনায়ক, ডলি দাস-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দ।

এছাড়াও জেলার বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদা সহকারে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।

No comments