Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রুতি স্কুলের দোষী শিক্ষকের শাস্থির দাবিতে থানার ডেপুটেশন

শ্রুতি স্কুলের দোষী শিক্ষকের শাস্থির দাবিতে থানার ডেপুটেশন 
স্কুলের ক্রাফট ইন্সট্রাক্টরের হাতে প্রহৃত হয়েছিলেন ‌প্রধান শিক্ষক । ৭ ডিসেম্বর হলদিয়ার শ্রুতি মূক ও বধির বিদ্যালয়ে চোখের সামনে সেই ঘটনা দেখে রীতিমতো হতবাক হয়েছেন স্কু…

 



শ্রুতি স্কুলের দোষী শিক্ষকের শাস্থির দাবিতে থানার ডেপুটেশন 


স্কুলের ক্রাফট ইন্সট্রাক্টরের হাতে প্রহৃত হয়েছিলেন ‌প্রধান শিক্ষক । ৭ ডিসেম্বর হলদিয়ার শ্রুতি মূক ও বধির বিদ্যালয়ে চোখের সামনে সেই ঘটনা দেখে রীতিমতো হতবাক হয়েছেন স্কুলের শিক্ষক থেকে অভিভাবকগণ । কিন্তু তারপরও অভিযুক্ত শিক্ষক শেখ আনসুদ্দিন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন । বিভিন্নভাবে ফের বদলা নেওয়ার জন্য শাসিয়েছেন বলে অভিযোগ । সেই ঘটনায় আতঙ্কিত বেশ কিছু অভিভাবক শনিবার সুতাহাটা থানায় পুলিশের কাছে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানালেন । জানা গিয়েছে, ওই স্কুলের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা নিয়মিত আসেন না । ক্লাস ফাঁকি দিয়ে ব্যক্তিগত চলে যান । একটি সরকারি স্কুলে এহেন কর্মকাণ্ড মেনে নিতে পারছিলেন না স্কুলের প্রধান শিক্ষক জয়দেব দাস । তিনি স্কুলটিকে একটি নিয়ম শৃঙ্খলায় বাঁধার চেষ্টা করছেন । চেষ্টা করছেন পড়াশোনার মানোন্নয়ন ঘটিয়ে স্কুলে পঠন-পাঠন উপযোগী পরিবেশ বজায় রাখতে । তাতে স্বশিক্ষকদের একাংশের স্বার্থে ঘা লাগছে । যে কারণে বিভিন্ন সাজানো অজুহাত অভিযোগ দেখিয়ে‌ প্রধান শিক্ষককে হেনস্থ করার চক্রান্ত করছেন কিছু শিক্ষক শিক্ষিকা ‌। আর আর তাদের মোড়ল হয়ে দাদাগিরি করছেন সেখ আনসুউদ্দিন । ইতিমধ্যে সেই ঘটনায় প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ গিয়েছে । কিন্তু অভিযুক্ত ওই ক্রাফট ইন্সট্রাক্টরের ব্যবহারিক তেমন পরিবর্তন ঘটেনি বলে অভিযোগ । তিনি বিভিন্নভাবে বদলা নেওয়ার হুমকি দেখার জন্য বলে অভিযোগ । এর ফলে স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবক ভীত সন্ত্রস্ত আছেন । স্কুলে এমনটা কোনোভাবেই কাম্য নয় বলে অভিভাবকদের পাশাপাশি এলাকার বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে । অভিভাবক সমর বৈতালিক জানিয়েছেন,"ক্রাফট ইন্সট্রাক্টর তিনিও স্কুলের শিক্ষক । একজন শিক্ষক হয়ে কি করে তারই স্কুলে প্রধান শিক্ষকের উপরে ছাত্র ছাত্রী অভিভাবকদের সামনে হামলা করেন, মারধর করেন । উনার লজ্জা হওয়া উচিত । উনি শিক্ষক কুলের কলঙ্ক ।"যদিও এ বিষয়ে ওই ক্রাফ্ট ইন্সপেক্টর প্রতিক্রিয়া পাওয়া যায়নি । সুতারা থানার ওসি অভিজিৎ পাত্র জানিয়েছেন,"আমরা সমস্ত বিষয়টি নজরে রেখেছি । অভিভাবকদের অভিযোগও আমরা শুনছি । সবকিছু খোঁজ-খবর নিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব ।"এলাকায় অভিযুক্ত আনসুদ্দিন সহ অন্যান্য অভিযুক্ত সহ শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে এলাকার মানুষ বেজয় ক্ষুব্ধ ।

No comments