Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাম মন্দিরের পূজোর দায়িত্ব পেলেন মোহিত

পূজোর দায়িত্ব পেলেন মোহিত

রাম মন্দিরের পূজোর দায়িত্ব পেলেন মোহিত
আগামী আসন্ন বাইশে জানুয়ারি ২০২৪ এ হতে চলেছে অযোধ্যা রাম মন্দিরে উদ্বোধন সেই নিয়ে এখন সারা দেশব্যাপী, সাজো সাজো রব যোগী রাজ্যেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দ…

 



পূজোর দায়িত্ব পেলেন মোহিত



রাম মন্দিরের পূজোর দায়িত্ব পেলেন মোহিত


আগামী আসন্ন বাইশে জানুয়ারি ২০২৪ এ হতে চলেছে অযোধ্যা রাম মন্দিরে উদ্বোধন সেই নিয়ে এখন সারা দেশব্যাপী, সাজো সাজো রব যোগী রাজ্যেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হবে রাম মন্দির। প্রতিষ্ঠা হতে চলেছে রামলালা বিরাজমান এর মূর্তি। তার আগে ৫০ জন পুরোহিত কেও বেছে নেওয়া হয়েছে বলেও খবর।

সূত্রে জানা যায় এই সকল পুরোহিতদের মধ্যে রয়েছে লাখনও যুবক মোহিত পাণ্ডে জানা গেছে তিনি তিরুপতির বেঙ্কটেশ্বর বেদিক বিশ্ববিদ্যালয় থেকে আচার্য শিক্ষাক্রমে এমএ করেছেন। রাম মন্দিরে পুরোহিত পদে নিযুক্ত হওয়ার এত সহজ নয় প্রায় তিন হাজার পুরোহিতের মধ্যে থেকে নিখুঁতভাবে বেছে নেওয়া হয়েছে 50 জন পুরহিত কে? যার মধ্যে মোহিত একজন।

নিয়োগের আগে ৬ মাসের প্রশিক্ষণ নিতে হয়েছে তাকে রাম মন্দিরের পূজোর প্রশিক্ষণের পাশাপাশি পি এইচ ডি করার প্রস্তুতি দিচ্ছেন তিনি বিগত সাত বছর ধরে তিনি বৈদিক ধর্ম ও ধর্মীয় রীতিনীতি নিয়ে পড়াশোনা করেছেন। রাম মন্দিরের পুরোহিত পদে নিযুক্ত হওয়ার জন্য করেছেন  কঠোর পরিশ্রম। অবশেষে ৩০০০ পুরোহিতে সঙ্গে প্রতিযোগিতা করে জায়গা করে নিয়েছেন সেরা ৫০ জনের তালিকায়। 

প্রসঙ্গত রাম মন্দিরের পুরোহিত পদে যোগ দেওয়ার জন্য প্রায় তিন হাজার পুরোহিত আবেদন করেছিলেন সেখান থেকে ২০০ জনকে বাছাই করা হয় এরপর সেই দুশ জনের মধ্যে ইন্টারভিউ নেওয়া হয়। এবং সেরা ৫০ জনকে বেছে নেওয়া হয়। জানাজায় এখানেই শেষ নয়, এই ৫০ জনের মধ্যে থেকে খুঁজে বের করা হবে সেরা কুড়িজনকে।

মোহিত পান্ডে তার দ্বাদশ সম্পন্ন করেছেন গাজিয়াবাদের দুধেশ্বর বেদ বিদ্যাপীঠ থেকে। এই বিদ্যাপীঠের প্রধান মহন্তম নায়ন গিরি বলেন বিগত ২৩ বছর ধরে এই বিদ্যালয়ে বেদ ও বৈদিক রীতিনীতি মেনে পাট দেওয়া হয়। এই মুহূর্তে ৭০ জন শিক্ষার্থী এখানে আচার্য হওয়ার পার নিচ্ছেন এবং সেখানকারই মোহিত পাণ্ডের এই সাফল্যের উৎফুল্ল তারাও।


No comments