ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ এর জন্মদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভাভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/ZRu6GdFJlMo২৪ শে ডিসেম্বর রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষের ১৩৩ তম জন্মদিন। জন্মদিন কে কেন্দ্র করে আগা…
ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ এর জন্মদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/ZRu6GdFJlMo
২৪ শে ডিসেম্বর রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষের ১৩৩ তম জন্মদিন। জন্মদিন কে কেন্দ্র করে আগামী ১৭ ই ডিসেম্বর রবিবার হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে অংকন ক্যুইজ নৃত্য রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি আয়োজন করা হয়েছে ।
২রা ডিসেম্বর হলদিয়া পৌরসভার পেশ করে না রে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ এর জন্মদিন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত । ক্যুইজ পরিচালনা করবেন ডঃ সুজন কুমার বালা (জাতীয় শিক্ষক)। সাংস্কৃতিক অনুষ্ঠানের
সহযোগী পৃথ্বীশ মিশ্র ও অরুপ মাইতি
অংকন প্রতিযোগিতা তিনটি গ্রুপ (১ )( ক) বিভাগ চতুর্থ শ্রেণি পর্যন্ত অংকন বিষয়- যেমন খুশি
(২)(খ) বিভাগ দ্বিতীয় পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিষয়- শিল্পাঞ্চলে দূষণ
(৩)(গ) বিভাগ - তৃতীয় সর্ব সাধারণের জন্য ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতায় ।
কেবলমাত্র আর্ট পেপার দেওয়া হবে বাকি সমস্ত কিছুই প্রতিযোগীকে আনতে হবে।
এছাড়া আমন্ত্রণমূলক নৃত্য অনুষ্ঠান রবীন্দ্র ও নজরুল সংগীত আমন্ত্রণমূলক।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করার জন্য কমিটি গঠন করা হয়েছে সম্পাদিকা কবিতা প্রামানিক , সভানেত্রী কেয়া দাস সুপ্তি বেরা। সহ- সম্পাদিকা সান্তনা শেঠ, স্বাথী চক্রবর্তী এছাড়া সকলেই আমরা সদস্য। সকল বিভাগের পুরস্কার দেওয়া হবে ২৪ শে ডিসেম্বর গান্ধী পাদদেশ( ব্রজলাল চক হাইরোড) মূল অনুষ্ঠানে। ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মারক কমিটি
সকল সদস্যদের দুই দিনের উপস্থিত থাকার আহ্বান জানানো হলো।
No comments