Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপির ফ্লেক্স ছিড়ল অভিযুক্ত তৃণমূল

বিজেপির ফ্লেক্স ছিড়ল অভিযুক্ত তৃণমূলহলদিয়ার হেলিপ্যাডে বিজেপির  জনসভা আগের দিন তাদের প্রচার ফেস্টুন ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে টানাপড়েন শুরু হয়েছে শিল্প শহরে। বিজেপির দাবি, মেল করে হলদিয়া  থানায় অভিযোগ করা হয়েছে তৃণমূল - নেতার বি…

 



বিজেপির ফ্লেক্স ছিড়ল অভিযুক্ত তৃণমূল

হলদিয়ার হেলিপ্যাডে বিজেপির  জনসভা আগের দিন তাদের প্রচার ফেস্টুন ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে টানাপড়েন শুরু হয়েছে শিল্প শহরে। বিজেপির দাবি, মেল করে হলদিয়া  থানায় অভিযোগ করা হয়েছে তৃণমূল - নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


স্থানীয় সূত্রের খবর, হলদিয়া- -মেচেদা সড়কে ভিআইপি রোড - সংলগ্ন এলাকায় বিজেপির শুক্রবারে -সভার প্রচারে একটি গেট তৈরি করা - হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেখানে টাঙানো দলীয় ফ্লেক্স- - ফেস্টুন ছেঁড়া-ফাটা অবস্থায় দেখতে যায়। বিজেপির অভিযোগ, রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে রাতের অন্ধকারে তৃণমূল- আশ্রিত দুষ্কৃতীরা ফ্লেক্স নষ্ট করেছে।

তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি সেখ আসগর আলির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয় বলে দাবি বিজেপির। তারা আরও অভিযোগ করে, প্রশাসনের বিনা অনুমতিতে সভার মাঠের সামনে তৃণমূল ধর্না- অবস্থান মঞ্চ গড়েছে। হলদিয়া টাউনশিপে এবং সিটি সেন্টার চৌরাস্তার মোড়ে ১০০ দিনের টাকা ও আবাস যোজনার টাকা দেওয়ার দাবিতে ধর্না-অবস্থান- বিক্ষোভে করছে তৃণমূল।

হলদিয়া বিজেপি বিধায়ক তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তাপসী মণ্ডল বলেন, শুক্রবার সভা শান্তিপূর্ণ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।" হলদিয়া শহর তৃণমূলের সভাপতি মিলন মণ্ডলের কথায়, "প্রশাসনের অনুমতি ছাড়া তৃণমূল কোনও কর্মসূচি গ্রহণ করে না। ওটা বিজেপির সভা নাকি শুভেন্দুর জন্মদিন পালন! লোক হবে না আগে থেকে বুঝতে পেরেই মিথ্যা অভিযোগ করছে বিজেপি।" 

হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে বলেন, "অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে হলদিয়া থানা মামলা শুরু করেছে।" বিজেপি সভামঞ্চের সংলগ্ন এলাকাতে বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কিছু ফ্লেক্স দেখা যায়। তাতে "শুভেন্দু ডাকাত" এবং "ত্রিপল চোর গাদ্দার শুভেন্দু দূর হটো"-বলে লেখা ছিল। নীচে সৌজন্যে নাম ছিল 'হলদিয়া নাগরিক কমিটি'-র। গেরুয়া শিবিরের তরফে অভিযোগ করা হয়, তৃণমূল ওই কুরুচিকর মন্তব্য যুক্ত ফ্লেক্স লাগিয়েছে। তৃণমূলের তরফে দাবি করা হয়, এই ফ্লেক্সের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

No comments