সুতাহাটা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির উদ্যোগে মেধাতালিকা ফল প্রকাশ হল
গত ১১ই অক্টোবর মেধা পরীক্ষা হয়েছিল সেই মেধা পরীক্ষার ফল প্রকাশ আজ ১৮ ডিসেম্বর প্রকাশিত হলো বিদ্যাসাগর ভবন থেকে। মেধা তালিকা ফল প্রকাশ করলেন সমিতির সাধারণ সম্পা…
সুতাহাটা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির উদ্যোগে মেধাতালিকা ফল প্রকাশ হল
গত ১১ই অক্টোবর মেধা পরীক্ষা হয়েছিল সেই মেধা পরীক্ষার ফল প্রকাশ আজ ১৮ ডিসেম্বর প্রকাশিত হলো বিদ্যাসাগর ভবন থেকে। মেধা তালিকা ফল প্রকাশ করলেন সমিতির সাধারণ সম্পাদক দেবাশীষ পাহাড়ী। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক কুকড়াহাটি হাই স্কুল অশ্বিনী মাইতি উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক অমিও মাইতি প্রাক্তন প্রধান শিক্ষক দেউলপোতা হাই স্কুল ,প্রাক্তন সহশিক্ষক সংস্থার সহ-সভাপতি আলোক রঞ্জন দাস, সারদামণি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি, বিশিষ্ট সমাজ শ্রী প্রাক্তন সহশিক্ষকদের কৃষ্ণনগর বাণীমন্দির, শিক্ষক কমলেশ চক্রবর্তী, দীপ নারায়ণ জানা প্রাক্তন প্রধান শিক্ষক পরানচক হাই স্কুল ,প্রশান্ত মাইতি জনকল্যাণ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক,পরেশ দাস মনোহরপুর হাইস্কুল প্রধান শিক্ষক। শুভেন্দু শেখর দাস শ্যামাচরণ মিলন বিদ্যাপীঠ, মঞ্জুশ্রী মন্ডল সহ-শিক্ষক সোলার্ড মহেন্দ্র বালিকা বিদ্যাভবন এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক এবং সংগঠনের শুভানুধ্যায়ী।
পঞ্চম শ্রেণী ১০ জন ষষ্ঠ শ্রেণির ১০জন সপ্তম শ্রেণী ১০ জন অষ্টম শ্রেণির ১০জন নবম শ্রেণির ১০জন। এদের মধ্যে প্রতি ক্লাসের একজন টপার তাদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। মোট ৫০ জনকে পুরস্কৃত করা হবে বলে জানালেন সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ পাহাড়ি।
পঞ্চম শ্রেণি সর্বোচ্চ নম্বর ৮২
1.অঙ্কিত হাজরা -চকদ্বীপ উচ্চ বিদ্যালয়
2. শ্রীজিতা ঘোড়াই - বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয়
3. শিরশা দাস -হলদিয়া সরকার স্পন্ড বিবেকানন্দ বিদ্যাভব
4.মহুয়া পাল -হলদিয়া সরকার স্পন্ড মাধ্যমিক বিদ্যালয়
5. অনিকেত জানা - বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন
6. জিনাত খান - বাড়সুকলালচক উচ্চ বিদ্যালয়
7. মেঘা দাস -হাতিবেড়িয়া অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়
8.অরিত্র সামন্ত- বাড়সুন্দরা উচ্চ বিদ্যালয়
9.সৌমিক মন্ডল -চকদ্বীপ উচ্চ বিদ্যালয়
10. কুসুমিতা দাস -হলদিয়া সরকার স্পন্ড মাধ্যমিক বিদ্যালয়
ষষ্ঠ শ্রেণী সর্বোচ্চ নম্বর ৮৬
i সৌমিলি দাস- চকদ্বীপ উচ্চ বিদ্যালয়
2. প্রেরণা গিরি - হলদিয়া সরকার স্পন্ড মাধ্যমিক বিদ্যালয়
3. সৌমি মান্না -বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয়
4. কমলিকা গায়েন - পৌর পাঠভবন
5. সৃজিত ভট্টাচার্য - বাড়সুন্দরা উচ্চ বিদ্যালয়
6. অঙ্গনা সাহু -বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয়
7. সায়ন্তিকা সান্তরা - বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয়
8. অর্ণব মল্লিক -পার্বতীপুর পতিতপবনী উচ্চ বিদ্যালয়
9. স্নেহা সেনাপতি- হলদিয়া সরকার স্পন্ড মাধ্যমিক বিদ্যালয়
10. অর্শবী মুখার্জি - সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়
সপ্তম শ্রেণীর সর্বোচ্চ নম্বর ৬৫
1. অর্ঘ্য পারুয়া - চকদ্বীপ উচ্চ বিদ্যালয়
2. রাহুল লাইয়া -চকদ্বীপ উচ্চ বিদ্যালয়
3. ঝিলিক দাস - হলদিয়া সরকার স্পন্ড বিবেকানন্দ বিদ্যাভবন
4. ব্রততী খুটিয়া -চকদ্বীপ উচ্চ বিদ্যালয়
5. রিমলী দাস -চকদ্বীপা উচ্চ বিদ্যালয়
6. দোলন মুনিয়ান -হলদিয়া সরকার স্পন্ড বিবেকানন্দ বিদ্যাভবন
7. সৌমিলি খাতুয়া -বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয়
8. সায়ন্তন অধিকার - বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন
9. ভাস্বতী গিরি -হলদিয়া সরকার স্পন্ড বিবেকানন্দ বিদ্যাভবন
10. মৌমিতা দাস - ভূপতিনগর ত্রিলোচন উচ্চ বিদ্যালয়
শ্রেণী-অষ্টম সর্বোচ্চ নম্বর ৬৩
1. শুভ্র সংকর হাজরা - পার্বতীপুর পতিতপবনী উচ্চবিদ্যালয়
2. অদ্রিজ হাজরা -বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন
3. স্বপ্নালি মাইতি -বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয়
4. অর্পিতা বিশ্বাস- পরানচক শিক্ষানিকেতন
5. ত্রিসা মাইতি -
6. বিনিতা মন্ডল -
7. বীরবাহা মান্ডি -
8. স্নেহা মাজি -
9. দীপান্বিতা মাইতি - হলদিয়া সরকার স্পন্ড দশম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয়
10. তিয়াশা মাইতি -বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয়
নবম শ্রেণী ৬১
1. শান্তিময় গিরি -বিবেকানন্দ মিশন আশ্রমশিক্ষায়তন
2. সুকন্যা মাইতি - বাবুপুর কৃষি উচ্চ বিদ্যালয়
3. অঙ্কন ধারা -হলদিয়া সরকার স্পন্ড। বিবেকানন্দ বিদ্যাভবন
4. অনিকেত দে -চকদ্বীপা উচ্চ বিদ্যালয়
5. অঙ্কুশ জানা -হলদিয়া সরকার স্পন্ড বিবেকানন্দ বিদ্যাভবন
6. সুতীর্থ মাইতি পরানচক শিক্ষানিকেতন
7. ইশিকা নায়েক -হলদিয়া হাই স্কুল
8. তনুশ্রী চৌধুরী - হলদিয়া হাই স্কুল
9. শাস্বাম ব্যাগ -বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন
10. টিউলিপ ভৌমিক - বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়
No comments