Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিধানসভা সংগ্রহশালা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষে ছবি বাদে সকলের ছবি থাকলো

বিধানসভা সংগ্রহশালা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষে ছবি বাদে সকলের ছবি থাকলো
পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন ১৯৫২ সাল থেকে সর্বশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচন— সব তথ্য এবার পশ্চিমবঙ্গ বিধানসভার সংগ্রহশালায়…

 



বিধানসভা সংগ্রহশালা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষে ছবি বাদে সকলের ছবি থাকলো


পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন ১৯৫২ সাল থেকে সর্বশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচন— সব তথ্য এবার পশ্চিমবঙ্গ বিধানসভার সংগ্রহশালায়। যেখানে বাংলার রাজনৈতিক উত্থান-পতনের সুদীর্ঘ ইতিহাস ফুটে উঠবে।

আগামী সোমবার উদ্বোধন হবে পশ্চিমবঙ্গ বিধানসভার সংগ্রহশালার। সুসজ্জিতভাবে তৈরি হয়েছে এই নয়া সংগ্রহশালা। যেখানে বাংলার সমাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। বাংলার নবজাগরণের সুদীর্ঘ ইতিহাস রয়েছে এখানে। সমাজ সংস্কারকদের ছবি রয়েছে। বাংলার মণীষীদের জন্ম ও মৃত্যুর তারিখ সম্বলিত ছবিও ঠাঁই পেয়েছে সংগ্রহশালায়। রয়েছে স্বাধীনতার আগে ও স্বাধীনতার পরবর্তী সময়ে সরকার গঠনের যাবতীয় তথ্য। ভারতীয় সংবিধানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সংগ্রহশালায়। রয়েছে নেতাজি, গান্ধীজির মোমের মূর্তি। পশ্চিমবঙ্গ বিধানসভা গঠন এবং এখানে ইতিহাসিক যেসমস্ত আইন প্রণয়ন হয়েছে, তার বিস্তারিত তথ্যও উল্লেখিত আছে।

গুরুত্বপূর্ণ হল, সংগ্রহশালার একটি জায়গায় রয়েছে বাংলার রাজনৈতিক উত্থান-পতনের ইতিহাস। বাংলার মুখ্যমন্ত্রীদের ছবি রয়েছে একটি কোলাজে। তাতে প্রাক্তন-বর্তমান সব মুখ্যমন্ত্রী ও দলীয় পতাকার ছবি রয়েছে এক ফ্রেমে। তাতে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি যেমন রয়েছে, তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার ছবিও প্রকাশ করা হয়েছে। সংগ্রহশালায় বিধানচন্দ্র রায়ের মোমের মূর্তি রয়েছে। সংগ্রহশালায় ‘রাজ্যের অভিভাবক’ সংক্রান্ত একটি নির্দিষ্ট জায়গা রয়েছে। তাতে তিনটি ভাগ রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিধানসভার স্পিকারদের ছবি দিয়ে বিস্তারিত একটি ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে।

১৯৪৭ সালের ১৫ই আগস্ট যিনি প্রথম স্বাধীন ভারতের রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন তিনার ছবি নেই বিধানসভার আর্ট গ্যালারিতে। ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মারক কমিটির কনভেনার দুর্গাপদ মিশ্র বলেন। ১৯৫০ সাল থেকে রাজ্য সরকার সেই সময়কালে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের নাম সহ তাদের ছবি প্রকাশ করছেন। কিন্তু ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতার সাথে সাথেই রাজ্যে যিনি দায়িত্ব নিয়েছিলেন  তাদের নাম ঐ ছবি কেন ওই আর্ট গ্যালারিতে থাকবে না।  ১৯৫২ সালে নির্বাচনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সেজন্যই তাদের বিধানসভায় বিশেষ সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু ১৯৪৭ সালের ২০ শে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভার ভিত্তিতে ভারতভাগের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রদেশ হয়। এবং তার প্রধানের পদটি ছিল প্রধানমন্ত্রী। এর পূর্বে ১৯৩৫ সালে ভারত শাসন আইন অনুযায়ী বঙ্গীয় প্রাদেশিক আইনসভা বিধান পরিষদ ও বিধানসভা দুই কক্ষে বিভক্ত ছিল। ১৯৪৭ সালে ১৪ই আগস্ট বঙ্গদেশ বিভক্ত হয় তখন পশ্চিমবঙ্গের বিধানসভা গঠিত হয়। ১৯৪৭ সালে ২১শে নভেম্বর প্রথম বিধানসভা বসে। ১৯৪৭ সালে আগস্ট থেকে ১৯ ৫০ সালে জানুয়ারি পর্যন্ত উক্ত পদটি প্রধানমন্ত্রী নামেই প্রচলিত ছিল। ১৯৫০ সালে ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী হয় সেহেতু ওই সময় ডাঃ বিধানচন্দ্র রায় ওই পদে ছিলেন সেই জন্য তাকে অনেকেই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বলেন। কিন্তু প্রাদেশিক আইন অনুযায়ী একই পদে শুধু ভিন্ন নাম হয়েছে। সেজন্য স্বাধীন ভারতের প্রদেশ হিসেবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ড প্রফুল্ল চন্দ্র ঘোষ বঙ্গদেশ ভাগের পূর্বে ঘাউজা নাজিমুদ্দিনের নেতৃত্বাধীন মুসলিম লীগের সঙ্গে কংগ্রেস ছায়া মন্ত্রিসভা গঠন করে করবেন বলে স্থির হয় ১৯৪৭ শপথ নেন।

১৯৫০ সালের আগে যারা রাজ্যের দায়িত্বে ছিলেন তাদের প্রত্যেকের ছবি নাম ওই আর্ট গ্যালারিতে রাখলেই নতুন প্রজন্ম তাহলেই জানতে পারবে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস।

No comments