প্রতিবন্ধীদের জন্য হ্যান্ড এমব্রয়ডারি প্রশিক্ষণের উদ্বোধনে- জেলাশাসক
জন শিক্ষন সংস্থানের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য হ্যান্ড এমব্রয়ডারি প্রশিক্ষণের উদ্বোধনে- জেলাশাসক হলদিয়ার কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে রামকৃষ্ণ সারদা মিশনের …
প্রতিবন্ধীদের জন্য হ্যান্ড এমব্রয়ডারি প্রশিক্ষণের উদ্বোধনে- জেলাশাসক
জন শিক্ষন সংস্থানের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য হ্যান্ড এমব্রয়ডারি প্রশিক্ষণের উদ্বোধনে- জেলাশাসক
হলদিয়ার কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে রামকৃষ্ণ সারদা মিশনের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক, হলদিয়া মহকুমার শাসক, বিভিন্ন কোম্পানির আধিকারিকবৃন্দ ও জন শিক্ষন সংস্থানের অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়। এদিন জন শিক্ষন সংস্থানের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য হ্যান্ড এমব্রয়ডারি প্রশিক্ষণের উদ্বোধন করেন মাননীয় জেলাশাসক তানভীর আফজল।
জেলা শাসক তিনি বলেন জন শিক্ষন সংস্থান হলদিয়ার এই উদ্যোগকে প্রশংসা করেন। জন শিক্ষনের অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বিভিন্ন কোম্পানির আধিকারিকদের এই ধরনের প্রশিক্ষণ পরিচালনার জন্য পরিকাঠামোগত সাহায্যের আবেদন জানান। তিনি জেলা শাসকের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুকান্তবাবু জেলার বিভিন্ন জায়গায় এই প্রশিক্ষণের সাফল্যের কথা তুলে ধরে আগত শিক্ষার্থীদের উৎসাহিত করেন। প্রশিক্ষণের সাফল্য কামনা করে এই কোর্সের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ।
No comments