ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/tdvOi1xlFlE
হলদিয়ার জনক সতীশ সামন্তের জন্মদিনে দুই দলের ফ্লেক্স ছেঁড়া কে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড
গত ১৩ ই ডিসেম্বর থেকে হলদিয়া তৃণমূল কংগ্রেস পরিবারের উদ্যোগে হলদিয়া সিটি সেন্টার এবং টা…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/tdvOi1xlFlE
হলদিয়ার জনক সতীশ সামন্তের জন্মদিনে দুই দলের ফ্লেক্স ছেঁড়া কে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড
গত ১৩ ই ডিসেম্বর থেকে হলদিয়া তৃণমূল কংগ্রেস পরিবারের উদ্যোগে হলদিয়া সিটি সেন্টার এবং টাউনশিপ মাখন বাবুর বাজারে ধারণা মঞ্চে ছিলেন রাজ্যের বকেয়া টাকা ফেরত দেওয়ার দাবি এবং ১০০ দিনের কাজে আবাস যোজনা টাকা হকের টাকা দাবির আদায় নিয়েই তারা ধারণা মঞ্চে বসেছিলেন তৃণমূল কংগ্রেস পরিবার হলদিয়া। শহর তৃনমূল যুব সভাপতি সুশান্ত মালিক বলেন বিজেপি দলবদল বিধায়িকা তাপসী মন্ডল শ্যামল আদক ও প্রদীপ বিজলী নেতৃত্বে এই ফ্লেক্স ছেড়া হয়েছে।
ভারতীয় জনতা পার্টি বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলি বলেন এই ধরনের নোংরা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। আমাদের ব্রজলাল চক হাই রোড এবং ভিআইপি রোডে ঢোকার মুখে দুটি গেট ছিল ওরাই সেই গেটগুলিকে নষ্ট করেছে ।আমাদের এই সভা একমাস আগে থেকেই পারমিশন করে করা হয়েছিল কিন্তু তৃণমূল হঠাৎ আমাদের এই সভাকে বানচাল করে পায়ের উপর পা তুলে ঝগড়া সৃষ্টি করার জন্য শুরু করেছিল এই ধর্না মঞ্চ। নিজেরাই নিজেদের ফ্লেক্স ছিড়ে বিজেপির উপর দোষারোপ করছে।
No comments