ট্রাফিক থানার উদ্যোগে গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরগাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির করল হলদিয়া ট্রাফিক থানা । সোমবার হলদিয়া-কোলাঘাট জাতীয় সড়কের সিটি সেন্টার মোড়ে এই শিবিরের আয়োজন করা হয় । বিভিন্ন ট্রাক, ট্যাংক…
ট্রাফিক থানার উদ্যোগে গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির
গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির করল হলদিয়া ট্রাফিক থানা । সোমবার হলদিয়া-কোলাঘাট জাতীয় সড়কের সিটি সেন্টার মোড়ে এই শিবিরের আয়োজন করা হয় । বিভিন্ন ট্রাক, ট্যাংকার, ডাম্পার চালকরা শিবিরের যোগ দেন । চোখ পরীক্ষার পাশাপাশি, কিডনি,রক্তচাপ, ডায়বেটিস ইত্যাদি পরীক্ষা করা হয় । শিবির শুরুর আগে স্থানীয় স্কুলের পড়ুয়াদের নিয়ে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা প্রসার পদযাত্রা করা হয় । শিবিরে উপস্থিত ছিলেন হলদিয়া ট্রাফিক থানার ওসি সুরজিৎ চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রানা ব্যানার্জী সহ বিভিন্ন পুলিশ আধিকারিক । সবমিলিয়ে এদিন ১২৭ জন গাড়ি চালক শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন ।
No comments