Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! জেলা প্রশাসনের মদতে স্বৈরাচারী শাসন চালাচ্ছে প্রধান শিক্ষক! স্কুলটি বন্ধ হতে চলেছে? বিস্ফোরক মন্তব্য ভোকেশনাল ইন্সট্রাক্টর শিক্ষক

ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/UV-zMlqG-VQ?si=-jva1YNLsCS-TtVU
জেলা প্রশাসনের মদতে স্বৈরাচারী শাসন চালাচ্ছে প্রধান শিক্ষক! স্কুলটি বন্ধ হতে চলেছে? বিস্ফোরক মন্তব্য ভোকেশনাল ইন্সট্রাক্টর শিক্ষক
স্কুল চলাকালীন হলদিয়ায় মুক ও ব…

 



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/UV-zMlqG-VQ?si=-jva1YNLsCS-TtVU

জেলা প্রশাসনের মদতে স্বৈরাচারী শাসন চালাচ্ছে প্রধান শিক্ষক! স্কুলটি বন্ধ হতে চলেছে? বিস্ফোরক মন্তব্য ভোকেশনাল ইন্সট্রাক্টর শিক্ষক


স্কুল চলাকালীন হলদিয়ায় মুক ও বধির একটি শ্রুতি স্কুলের পার্শ্ব শিক্ষিকাকে মারধরের নালিশ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঐ পাশ্ব শিক্ষিকার নাম দিপান্বীতা বাগচী তিনি এই মর্মে স্থানীয় সুতাহাটা থানায় একটি অভিযোগও করেছেন ঐ স্কুলের প্রধান শিক্ষক জয়দেব দাসের বিরুদ্ধে।

স্কুলের আরও সহযোগী শিক্ষক সেক আনসুদ্দিন , প্রভাত কুমার দাস ও সুদিপ্ত ঘোষ জানান আমাদের প্রধান শিক্ষকের আচরন অত্যন্ত নিম্ন মনের মানসিকতার পরিচয় দিয়েছেন,উনি স্কুলের ছাত্র ছাত্রীদের সাথেও নিষ্ঠুর আচরন করেন, তিনি বলেন গতকাল ৭ ই ডিসেম্বর স্কুলের সহযোগী শিক্ষিকা দিপান্বীতা বাগচী গত কয়েকদিন আগে দুই দিনের  তাঁর মা অসুস্থ থাকায় ছুটি ছেয়ে ছিলেন তা নিয়ে ঐ শিক্ষিকাকে এরকম শারীরিক ও মানসিক ভাবে স্কুলের মধ্যে অত্যাচর করবেন ভাবি নি, আমরা এর তীব্র ধিক্কার জানাই,

এছাড়াও স্কুলের নানান দুর্নীতির সঙ্গে যুক্ত । তিনি আরও বলেন স্কুলে স্বৈরাচারী শাসন চালাচ্ছে,জেলা আধিকারিক রাও প্রধান শিক্ষকের সঙ্গে যুক্ত, এই স্কুলটি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হতো জেলা প্রশাসনের মধ্যে প্রধান শিক্ষকের কার্যকলাপে বর্তমানে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে আগামী দিনে হয়তো এই স্কুলটি জেলা প্রশাসনের মদতেই বন্ধ হবে। সকল বিষয় নিয়ে নিয়ে এই স্কুলের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লা নজরে এনেছেন। তিনি আরো বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষকে বার বার জানানোর সত্বেও কোন পদক্ষেপ নেননি। বিষয়টি নিয়েবহুবার  উর্দ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কাজের কাজ কিছুই হয় নি। বর্তমানে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ তার আবাস বাড়িতেই চলছে স্কুল এবং তারি বাড়িতেই স্কুলের আবাসিকরা থাকেন। ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ তার নিজেও আবাস বাড়িতেই বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিয়েছিলেন  লোক ভারতীয় সংস্থা গড়ে তোলার মধ্য দিয়ে। পরবর্তীকালে বামফ্রন্ট সরকারের সময়কালে প্রতিবন্ধীদের নিয়ে জেলার মধ্যে প্রথম অবিভক্ত সুতাহাটা থানা বাড় বসুদেবপুর গ্রামে ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষের আবাস বাড়িতেই শুরু হয়েছিল শ্রুতি স্কুল। প্রায় দুশো ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলটি যদি প্রশাসনের অবহেলায় বন্ধ হয়ে যায় তাহলে মুখ বধির ছাত্রছাত্রীরা সরকারি ভাবে পড়াশুনা থেকে বঞ্চিত হবে। এই ঘটনা নিন্দনীয় বলে উল্লেখ করেছেন বিএম এস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন একজন গুণী ব্যক্তির আবাস বাড়িতে স্কুলটি চলছিল। সারা জেলার বহু ছাত্র-ছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করতেন । স্কুলের সহশিক্ষকের দাবি যদি সঠিক হয় তাহলে কি বর্তমান সরকারের প্রশাসনিক কর্মকর্তারা ইচ্ছাকৃত করে এই স্কুলটি বন্ধ করে দিতে চায়? তাহলে নতুন প্রজন্ম মুখ বধির যারা তারা পড়াশোনার দিক থেকে বঞ্চিত হবে। অবিলম্বে শাসক দলে যারা প্রতিনিধি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

No comments