কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল নন্দীগ্রামে।
নন্দীগ্রাম দু'নম্বর ব্লকের বিরুলিয়া গ্রামের ঘটনা।নন্দীগ্রামের বিরুলিয়া তে আজ সকালে কয়েকজন কৃষক মাঠে ধান কাটতে গিয়ে দেখেন এক ব্যক্তির চাদর পড়ে আছে, তাদের মধ্যে একজন ব্যক্তি ওই চাদর অন…
কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল নন্দীগ্রামে।
নন্দীগ্রাম দু'নম্বর ব্লকের বিরুলিয়া গ্রামের ঘটনা।
নন্দীগ্রামের বিরুলিয়া তে আজ সকালে কয়েকজন কৃষক মাঠে ধান কাটতে গিয়ে দেখেন এক ব্যক্তির চাদর পড়ে আছে, তাদের মধ্যে একজন ব্যক্তি ওই চাদর অনিল করের বলে সনাক্ত করেন। অনিল কর গত ২৬ অক্টোবর তারিখ থেকে নিখোঁজ ছিলেন।
সন্দেহবশত তারা এদিক-ওদিক খোঁজাখুঁজি করতে থাকেন।
অবশেষে তারা ধানক্ষেতের মধ্যে একটি কঙ্কাল দেখতে পান।
ধান জমিনে পড়ে থাকা চাদর দেখে কঙ্কালটিকে সনাক্ত করয়েছে তার পরিবার।
মৃতের নাম অনিল কর বাবার নাম মৃত সুধীর কর বয়স প্রায় ৭০ বছরের কাছাকাছি।
নন্দীগ্রামে ধান ক্ষেতের মধ্যে কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ।কিভাবে মৃত্যু হল ৭০ বছরের বৃদ্ধের? তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।
No comments