হলদিয়া সেবা সমিতির উদ্যোগে ছট পূজা দুর্গাচক থানার অন্তর্গত এইচএফসি মাঠে ছট পুজোর মন্ডপ করে অনুষ্ঠিত হয় ছট পূজার। ছট পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বপন নস্কর এছাড়াও…
হলদিয়া সেবা সমিতির উদ্যোগে ছট পূজা দুর্গাচক থানার অন্তর্গত এইচএফসি মাঠে ছট পুজোর মন্ডপ করে অনুষ্ঠিত হয় ছট পূজার। ছট পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বপন নস্কর এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া সেবা সমিতি ছট পুজোর কমিটির অন্যান্য সদস্য সদস্যবৃন্দ। দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ঘাট না থাকার জন্য সমস্যা হয়। প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বপনবাবু বলেন পৌর বোর্ড থাকাকালীন কিছুটা কাজ শুরু হয়েছিল ঘাটের।
কিন্তু সমাপ্ত হয়নি আগামী দিনে পৌর বোর্ড এলে আমরা এই ঘাটতি বাঁধিয়ে দেব। যাতে এই এলাকার মানুষজন ছট পুজোতে অংশগ্রহণ করতে পারে।
No comments