Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানার জন্মদিনে বর্ণময় কর্মসূচি

স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানার জন্মদিনে বর্ণময় কর্মসূচি
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার গিরিশমোড়ে স্বাধীনতা সংগ্রামী কুমারচন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কুমারচন্দ্র জানা স্মরণ সভা অনুষ্ঠান। ২৭ ও ২৮ শে নভেম্বর…

 



স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানার জন্মদিনে বর্ণময় কর্মসূচি


পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার গিরিশমোড়ে স্বাধীনতা সংগ্রামী কুমারচন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কুমারচন্দ্র জানা স্মরণ সভা অনুষ্ঠান। ২৭ ও ২৮ শে নভেম্বর দুদিন ব্যাপী বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান ও কর্মসূচি পালিত হয়। ২৭ শে নভেম্বর সারা বাংলা কুইজ প্রতিযোগিতা এবং  কুমার চন্দ্র জানা কুইজ পুস্তক প্রকাশ। ২৮ শে নভেম্বর মঙ্গলবার সকাল থেকে শিল্প শহরে বিভিন্ন জায়গায় স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি রয়েছে সেই সকল প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচি হলদিয়া গান্ধী আশ্রম রয়েছে বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি সেখানে মাল্যদান এবং গান্ধী আশ্রমে আবাসিকদের শীতবস্ত প্রদান প্রায় ছয় শতাধিক আবাসিক দের হাতে পোশাক তুলে দেওয়া হয় । গিরিশমোড় কুমার চন্দ্র জানা পাদদেশে শুরু হয় সকাল থেকে  থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য রক্তদান শিবির সেখানে তিন শতাধিক পুরুষ ও মহিলা রক্তদান করেন। ছিল দন্ত পরীক্ষা। সাংস্কৃত মঞ্চে বিকালে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,  হলদিয়া শহর তৃণমূলের সভাপতি মিলন মন্ডল, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি সহ অন্যান্যরা। জানালেন কুমার চন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শিবপ্রসাদ প্রধান।

No comments