Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজয়ার মঞ্চে দাবি একশো দিনের বকেয়া মেটানোর

বিজয়ার মঞ্চে দাবি একশো দিনের বকেয়া মেটানোর বকেয়া মিটিয়ে পুনরায় একশো দিনের কাজ চালু করতে হবে। বিজয়া সম্মিলনী থেকে সাংবাদিক বৈঠকে একনটাই আওয়াজ তুলল তৃণমূল। শুক্রবার ঘোষিত কর্মসূচি ছিল তৃণমূলের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের আ…

 




বিজয়ার মঞ্চে দাবি একশো দিনের বকেয়া মেটানোর

 বকেয়া মিটিয়ে পুনরায় একশো দিনের কাজ চালু করতে হবে। বিজয়া সম্মিলনী থেকে সাংবাদিক বৈঠকে একনটাই আওয়াজ তুলল তৃণমূল। শুক্রবার ঘোষিত কর্মসূচি ছিল তৃণমূলের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের আলংগিরিতে হয়েছে বিজয়া সম্মিলনী। পাশাপাশি এদিন ছিল সাংবাদিক বৈঠকও। এদিন উপস্থিত ছিলেন এগরা ১ ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারি সাউ, দলের ব্লক যুব সভাপতি শান্তনু নায়ক এবং এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, প্রভুপদ দাস, অশোক দাস, মানসী দে, সিদ্ধেশ্বর বেরা, চন্দন রায় প্রমুখ । একশো দিনের বকেয়া টাকার দাবি তোলেন সকলেই। গরিব মানুষকে কেন্দ্র সরকার বঞ্চনা করছে। তাদের পাশে থেকে এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেন। এগরা ১ ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারি সাউ  জানিয়েছেন, কেন্দ্রের জনবিরোধী নীতি, একশো দিনের কাজের বকেয়া প্রদান ও আবাস যোজনার টাকা অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। আগামীদিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

No comments