Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরকারি বি এল আর ও অফিসে ঘুঘুর বাসা

ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/8Y78Z-KQk7o
সরকারি বি এল আর ও অফিসে ঘুঘুর বাসা
সরকারি অফিসার সেজে মানুষ ঠকানো? সরষের মধ্যে ভূত? জায়গার নাম পরিবর্তন করার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ । পূর্ব মেদনীপুর জেলা সুতাহাটা বি এল আ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/8Y78Z-KQk7o

সরকারি বি এল আর ও অফিসে ঘুঘুর বাসা


সরকারি অফিসার সেজে মানুষ ঠকানো? সরষের মধ্যে ভূত? জায়গার নাম পরিবর্তন করার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ । পূর্ব মেদনীপুর জেলা সুতাহাটা বি এল আর ও অফিসে রেজিস্টার লক ক্লার্ক অফিসার সেজে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। ৮ই সেপ্টেম্বর ২০২৩ এমনই অভিযোগ করেছে সুতাহাটা থানা।

বাদী পক্ষ সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন সজল মল্লিক পিতা বিশ্বনাথ মল্লিকগ্রাম হোড়খালী পোস্ট গোপালচক থানা সুতাহাটা। জানা যায় ওই এলাকার বহু মানুষের কাছ থেকে প্রতারণা করেছেন। অভিযোগ কারী চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তর কালিনগর এর বাড়ি।ঐ ব্যক্তির কাছ থেকে মোট ৬০ ডেসিমল জায়গা তার নামে রেকর্ড করার জন্য ৩ দফায় এক লক্ষ কুড়ি হাজার টাকা নিয়েছিলেন কিন্তু কাজ না করায় বারে বারে ওই ব্যক্তির সজল বাবুর সঙ্গে দেখা করেন এবং তিনি অস্বীকার করেন পরে তিনি স্বীকার করেন যে হ্যাঁ তিনি টাকা নিয়েছেন।

 এবং সেই টাকা ফেরত দেওয়ারও অঙ্গীকার করে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। কিন্তু তারপরও তিনি কোন টাকা না দেওয়ার জন্য অবশেষে বাদীপক্ষ সুতাহাটা থানায় সজল বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ী করেন অভিযোগের ভিত্তিতে সুতাহাটা থানার পুলিশ সজল মল্লিককে গ্রেফতার করে এবং তাকে হলদিয়া আদালতে তুললে ২১-১০২৩ আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেন পরবর্তীকালে ৪-১১-২০২৩ পুনরায় তাকে হলদিয়া আদালতে তুললে আগামী ১৬-১১ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন জানালেন সরকারি পক্ষের আইনজীবী ভি কে রাম ও বাদি পক্ষের আইনজীবী শামীম আখতার আইনজীবী বলেন ভাবতেও অবাক লাগে সরকারি অফিসে একজন সাধারণ মোহরি অফিসার সেজে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে এবং তিনি স্বীকারও করেছেন যিনি টাকা নেবেন টাকা নিয়েছেন এবং সেই টাকা ফেরত দেওয়ারও একটি অঙ্গীকার করেন কিন্তু তারপরেও তিনি সেই টাকা ফেরত দেননি তিনি বলেন এই সকল ব্যক্তি জন্য সাধারণ মানুষ বিপদে পরিচালিত হচ্ছে সরকারি অফিসের প্রতি সাধারণ মানুষ আস্থা হারাচ্ছে।

কটাক্ষ করেছেন বিএম এস রাজ্য সহসভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন যেমন সরকার তেমন অফিস চলছে। আর সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে অফিসের কিছু লোক । এই ধরনের কাজে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি পাওয়া উচিত। 

No comments