শোভনলাল মিশ্রের অকাল প্রয়াণে শোকাহত ও মর্মাহত বর্তমান কাউন্সিল - চন্দন২২ শে নভেম্বর রাতে তাম্রলিপ্ত পৌরসভার ১৮নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান ১৩নং ওয়ার্ডের চেয়ারম্যান নমিনি স্নিগ্ধা মিশ্র মহাশয়ার স্বামী শোভনলাল ম…
শোভনলাল মিশ্রের অকাল প্রয়াণে শোকাহত ও মর্মাহত বর্তমান কাউন্সিল - চন্দন
২২ শে নভেম্বর রাতে তাম্রলিপ্ত পৌরসভার ১৮নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান ১৩নং ওয়ার্ডের চেয়ারম্যান নমিনি স্নিগ্ধা মিশ্র মহাশয়ার স্বামী শোভনলাল মিশ্রের অকাল প্রাণ ঘটেছে। বর্তমান কাউন্সিলর চন্দন কুমার খাড়া বলেন প্রয়াণে আমরা গভীর শোকাহত ও মর্মাহত,উনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শেষ শ্রদ্ধা জানাতে ওনার বাসভবনে উপস্থিত হয়েছেন কাউন্সিলার তথা তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি চঞ্চল কুমার খাঁড়া মহাশয়,প্রাক্তন কাউন্সিলর তথা জেলারএসসি/ ওবিসি সেলের সভানেত্রী তৃপ্তি বর্মন খাঁড়া,কাউন্সিলর কানাইলাল দাস,গৌতম কুমার পাল,জেলার নেতৃত্ব তথা কাউন্সিলর তমলুক সাংগঠনিক জেলা আই এন টি টি ইউ সি এর সভাপতি মাননীয় চন্দন দে(মানা) সহ উপস্থিত আছেন প্রাক্তন কাউন্সিলর চন্দন প্রধান,তমলুক শহর আই.এন.টি.টি.ইউ.সির সভাপতি পঞ্চানন খামরুই, ওয়ার্ডের সহ সভাপতি অজয় গুপ্তা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।
No comments