Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া আদালতে জামিন পেলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/71IEyJd_zQo?si=yNHjySFqjZxGxVUDহলদিয়া আদালতে জামিন পেলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের
 আত্মগোপন না থেকে আদালতে আত্মসমর্পণ করে ছিলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের  …

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/71IEyJd_zQo?si=yNHjySFqjZxGxVUD

হলদিয়া আদালতে জামিন পেলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের


 আত্মগোপন না থেকে আদালতে আত্মসমর্পণ করে ছিলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের  । গত ১৬ ই সেপ্টেম্বর দুপুরে হলদিয়া মহকুমা আদালতে তিনি আত্মসমর্পণ করেছিল । যদিও আত্মগোপন  নয় আইনি প্রক্রিয়ার মধ্যে আবু তাহের ছিলেন বলে তার আইনজীবী জানিয়েছিলেন।‌ খুনের মামলায় মিথ্যা অভিযোগ দিয়ে তাকে জড়ানো হয়েছে বলে তার পরিবারের দাবি । সুবিচার পেতে,বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেছিলেন তার পরিবারের লোকজন । 

         প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের রেজাল্ট ছিল ২ মে । ৩ মে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের চিল্লগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি হামলার শিকার হন । কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে দেবব্রত মাইতির মৃত্যু হয়  । ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মৃত ব্যক্তির ভাইপো সুশান্ত মাইতি মামলা করে । সেই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেসের দিকে । ২০২১ সালের ৩০ আগস্ট কলকাতা হাইকোর্ট এই মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়  । দীর্ঘ কয়েক মাস ধরে সিবিআই আধিকারিকরা তদন্ত চালায় চিল্লগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায়‌ । ধৃত ব্যক্তিদের দফায় দফায় জেরা করা হয় । ২০ জনের নাম উঠে আসে তদন্তকারী সংস্থার চার্জশিটে । দু'দফায় প্রিলিমিনারি চার্জশিটে প্রথমে ৩ জন এবং পরে ১১ জনের নাম উঠে আসে । পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিটে ৬ জনের নাম যোগ হয় । তাতেই‌ রয়েছিল আবু তাহেরের নাম । তার বিরুদ্ধে ও ভারতীয় দণ্ড বিধির ৩০২ (খুনের)ধারা দেওয়া হয়েছে । কিন্তু সিবিআই জেরাতে না গিয়ে ২০২২ সালে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । জামিনের জন্য আবেদন করেন । সেখানে জামিনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ সন্তোষজনক না হওয়ার ফলে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন এই তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের । তার জামিন নাকচ করে দেয়। ১৭ই নভেম্বর হলদিয়া আদালতে তোলা হয়েছিল আবু তাহেরকে । তার আইনজীবী মনসুর আলম বলেন আজকের তার জামিনের জন্য আবেদন করা হয় লার্নেট কোট সমস্ত কিছু বিবেচনা করে  শর্তসাপেক্ষে  আজ জামিন দিলেন।


No comments