স্বর্ণব্যবসায়ী খুনের উপযুক্ত তদন্তের দাবীতে জেলা শাসক,পুলিশ সুপার,মহকুমা শাসকের নিকট স্মারকলিপি পেশ
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত দেউলবাড় এলাকায় সবিতা রাইস মিলের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে ২০ নভেম্বর রাত্রি পৌনে ন&…
স্বর্ণব্যবসায়ী খুনের উপযুক্ত তদন্তের দাবীতে জেলা শাসক,পুলিশ সুপার,মহকুমা শাসকের নিকট স্মারকলিপি পেশ
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত দেউলবাড় এলাকায় সবিতা রাইস মিলের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে ২০ নভেম্বর রাত্রি পৌনে ন'টা নাগাত কয়েকজন দুষ্কৃতকারী গুলি চালিয়ে উত্তর জিঞাদা গ্রামের বাসিন্দা সমীর পড়িয়া (বয়স-৩৯বছর) নামে এক স্বর্ণব্যবসায়ী (জিঞাদা বাজারে যার দোকান-রাধাকৃষ্ণা জুয়েলার্স)কে খুন করে তার ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিল। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সেদিনই মৃতদেহ নিয়ে জাতীয় সড়কে পথ অবরোধ করে। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পরে কোলাঘাট ও পাঁশকুড়া থানার পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে ডেড বডি তুলে নিয়ে যায়।
এই পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর সকালে কোলাঘাট থানায় সমীরের স্ত্রী কৃষ্ণা পড়িয়া লিখিত অভিযোগ দায়ের করেন। দাবী করা হয়-ব্যাগে থাকা ১৪ লক্ষ টাকা মূল্যের সোনা ও রূপা এবং ১৬ লক্ষ টাকা উদ্ধার সহ উপযুক্ত তদন্ত করে ঘটনার সাথে যুক্ত ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও দুবার সমীরের দোকান থেকে সোনা ও টাকা চুরি হয়েছিল। পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু চুরির কোন কিনারা হয় নি। ফলস্বরূপ দুষ্কৃতকারীরা বেপরোয়া আক্রমণ চালাল।
সমীরের বাবা,এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ সহ স্থানীয় বাজার কমিটিগুলির পক্ষ থেকে আজ চার দফা দাবীতে জেলা শাসক, পুলিশ সুপার ও তমলুকের মহকুমা শাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন সমীরের বাবা সুকুমার পড়িয়া,মামোতো ভাই নারায়ণ চন্দ্র নায়ক, সমাজসেবী মধুসূদন বেরা,বরদাবাড় বাজার কমিটির সম্পাদক যুগল মান্না,পদমপুর বাজার কমিটির পক্ষে শুভাশীষ মন্ডল, জিঞাদা বাজার কমিটির পক্ষে অপূর্ব সামন্ত প্রমুখ। দাবীগুলি হল-
১) সমীর খুনের উপযুক্ত তদন্ত করে প্রকৃত খুনীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সি বি আইকে দিয়ে তদন্ত করা হোক।
২) মুম্বাই রোড সংলগ্ন এই এলাকার চোরাই কারবারের আখড়া মেচগ্রাম থেকে দেউলিয়া পর্যন্ত পুলিশী নজরদারি বাড়িয়ে এলাকার মানুষের নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে।
৩) এলাকায় মদ-জুয়া-সাট্টা সহ সমস্ত রকম বেআইনী কারবার বন্ধ করতে হবে।
৪) এই এলাকাগুলিতে খারাপ সি সি ক্যামেরাগুলি পাল্টানো সহ জিঞাদা-বরদাবাড় বাজার এবং ফাঁকা জায়গাগুলিতে স্ট্রীট লাইটের বন্দোবস্ত করতে হবে।
অতিরিক্ত জেলা শাসক (সাধারণ), জেলা পুলিশ সুপার,তমলুকের মহকুমা শাসক স্মারকলিপি নেন। এবং দাবীগুলি পূরনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
No comments