ভুলতে পারি নিজের নাম,ভুলবো নাকো নন্দীগ্রাম"১০ই নভেম্বর নন্দীগ্রাম দিবস শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হল। নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আয়োজনে।এই সভায় উপস্থিত ছিলেন আজগর আলী পল্টু , কুনাল ঘোষ, দোলা সেন, পূর্ণেন্দু বসু,…
ভুলতে পারি নিজের নাম,ভুলবো নাকো নন্দীগ্রাম"
১০ই নভেম্বর নন্দীগ্রাম দিবস শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হল। নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আয়োজনে।
এই সভায় উপস্থিত ছিলেন আজগর আলী পল্টু , কুনাল ঘোষ, দোলা সেন, পূর্ণেন্দু বসু, এছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য সম্মানীয় ব্যক্তিবর্গগণ।
No comments