Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! মিস মেদিনীপুর থেকে মিস ইন্ডিয়ায় নিয়ে যেতে প্রান্তিক এলাকার সুন্দরীর মেলা

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/r4QwIhk10w4
মিস মেদিনীপুর থেকে মিস ইন্ডিয়ায় নিয়ে যেতে প্রান্তিক এলাকার সুন্দরীর মেলা

গ্রাম বাংলার বহু সুন্দরী যুবতী রয়েছে।সঠিক প্রশিক্ষণের অভাবে রাজ্য ও দেশের সামনে তাদের প্রতিভা তুলে ধরতে পার…

 



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/r4QwIhk10w4


মিস মেদিনীপুর থেকে মিস ইন্ডিয়ায় নিয়ে যেতে প্রান্তিক এলাকার সুন্দরীর মেলা



গ্রাম বাংলার বহু সুন্দরী যুবতী রয়েছে।সঠিক প্রশিক্ষণের অভাবে রাজ্য ও দেশের সামনে তাদের প্রতিভা তুলে ধরতে পারেনি। গ্রামের প্রান্তিক এলাকার মেয়েদের লক্ষ্যে পৌঁছে দিতে এগিয়ে এলো  ডিয়ার ডল কনস্ট্রাকশন।

 তাদের উদ্যোগে আগামী ২৪ নভেম্বর শিক্ষা ও সংস্কৃতির শহর হলদিয়ায় হলদিয়া উন্নয়ন পর্ষদের ট্রেড সেন্টারে হচ্ছে  "মিস মেদিনীপুর"।

 "মিস মেদিনীপুর" প্রতিযোগিতার মধ্যদিয়ে মেদিনীপুর থেকে বেছে নেওয়া হচ্ছে আগামীদিনে  মিস ইন্ডিয়ায় কারা অংশ নিতে পারে।  হলদিয়া ট্রেড সেন্টারে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অর্গানাইজার ডলি ভৌমিক। এদিন তিনি বলেন, মেদিনীপুর থেকে দেবের মতো অনেক ছেলে মেয়ে আজ প্রতিষ্ঠিত এবং হাজার হাজার মানুষের কাজে একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছে। মেদিনীপুরের গ্রাম বাংলা থেকে মেয়েরা উঠে আসুক। সেই লক্ষ্যে আমাদের এই প্রয়াস। মেদিনীপুরে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন। কারা অংশ নিতে পারবেন? উদ্যোগতারা যেমনটা জানালেন দেখতে ভালো,পাঁচ ফুটের উপর লম্বা,  ভালো কথা বলার ধরন, নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ মেয়েরা "মিস মেদিনীপুর" প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ২১শে নভেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে যোগাযোগের ফোন নম্বর-897275793/7074346985/8001446075  তাদের মধ্যে কয়েকজনকে বেছে নিয়ে তাদের তালিম দেওয়ার  শুরু হয়েছে। যাতে তারা "মিস মেদিনীপুর" থেকে " মিস ইন্ডিয়া" যেতে পারে।

হলদিয়া ট্রেড সেন্টারে রাম্পে হেঁটে নিয়মিত প্র্যাকটিস করছে কয়েকজন সুন্দরী।

"মিস মেদিনীপুর" প্রতিযোগিতায়  কারা কারা উপস্থিত থাকছেন? এর আগে যারা সুন্দরী প্রতিযোগিতায় খেতাব অর্জন করেছেন, থাকছে একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি থাকছেন, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, বিধায়ক সুকুমার দে, প্রাক্তন সাংসদ লক্ষ্মন শেঠ সহ অন্যান্যরা। 

"মিস মেদিনীপুর" প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত হচ্ছেন বহু যুবতীরা। ইতিমধ্যে তারা "মিস মেদিনীপুর" প্রতিযোগিতায় সফল হওয়ার লক্ষ্যে কসরত করে চলেছেন। কার কার  মাথায় "মিস মেদিনীপুর" এর মুকুট বসে তা দেখার অপেক্ষায় মেদিনীপুরের মানুষ।




 


 




No comments