Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেওয়াল প্রিন্টিং প্রতিযোগিতায় প্রথম হলদিয়া পৌরপাঠ ভবন

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/u45EV94Sbeo
দেওয়াল প্রিন্টিং প্রতিযোগিতার মাধ্যমে ভিজিলেন্স সপ্তাহ পালন 

হলদিয়ার পাঁচটি স্কুলের পড়ুয়াদের নিয়ে দেওয়াল চিত্রের প্রতিযোগিতার আয়োজন করেছিলেন একটি হলদিয়া রিফাইনারি শিল্প সংস…

 


ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/u45EV94Sbeo

দেওয়াল প্রিন্টিং প্রতিযোগিতার মাধ্যমে ভিজিলেন্স সপ্তাহ পালন 



হলদিয়ার পাঁচটি স্কুলের পড়ুয়াদের নিয়ে দেওয়াল চিত্রের প্রতিযোগিতার আয়োজন করেছিলেন একটি হলদিয়া রিফাইনারি শিল্প সংস্থা । ভিজিলেন্স সপ্তাহ উপলক্ষে এই আয়োজন বলে জানা গিয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে হলদিয়া পৌরপাঠ ভবন । দ্বিতীয় স্থান অধিকার করে এসেম্বলি অফ গড চার্চ , তৃতীয় হলদিয়া ডি এ ভি। করাপশন সমাজের জন্য , দেশের জন্য ক্ষতিকর। সমাজকে সজাগ করার জন্য এই উদ্যোগ বলে জানা গিয়েছে। 

স্কুল পড়ুয়া জিতেন্দ্র মাইতি জানায়, দেওয়ালের মত  বড় ক্যানভাসে এই ছবি এঁকে খুশি। কৌশিক প্রামানিক  জানান আমি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি কিন্তু দেওয়ালের মধ্যে চিত্রাঙ্কন করে খুব ভালো লাগলো।

 প্রতি দলে চারজন করে স্কুল পড়ুয়া অংশ নিয়েছিল বলে জানা গিয়েছে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে হলদিয়া পৌর পাঠ ভবন। সেই স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীরা হলেন পৌর পাঠভবন শিক্ষক - উইলসন বারফে,দ্বাদশ শ্রেণীর ছাত্র - জিতেন্দ্র মাইতি এবং কৌশিক প্রামাণিক, একাদশ শ্রেণীর ছাত্রী - মুসকান পারভিন এবং সৃঞ্জিনী ওঝা।



No comments