ভিনদেশী ২ যুবককে গ্রেপ্তার করলো দুর্গাচক থানার পুলিশপূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত ঝিকুরখালী এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করল দুর্গাচক থানার পুলিশ তাদেরকে আজ মহকুমার আদালতে তুললে সাত দিনের পুলি…
ভিনদেশী ২ যুবককে গ্রেপ্তার করলো দুর্গাচক থানার পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত ঝিকুরখালী এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করল দুর্গাচক থানার পুলিশ তাদেরকে আজ মহকুমার আদালতে তুললে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। ধৃতের নাম রঞ্জিত আলি ও আকাশ আলী । সূত্রে জানা যায় ঝিকুরখালী এলাকায় ঘোরাফেরা করছিল । অস্বাভাবিক ঘোরাফেরা করতে এলাকার মানুষের নজরে আসে দুর্গাচক থানার পুলিশ খবর পেয়ে দুজনকে গ্রেফতার করে। কোথা থেকে এল এই দুজন সে নিয়ে এখন তদন্তে নেমেছেন দুর্গাচক থানার পুলিশ।
No comments