ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/3k7kK3Dxaxsসুরে ছন্দের উদ্যেগে পালিত হলো বিজয়া সম্মিলনী ও বৈঠকি আড্ডাহলদিয়া সংস্কৃতির শহর টাউনশিপ সুরের ছন্দে গানের স্কুলে বিজয়া সম্মিলনী ও বৈঠকী আড্ডা। উপস্থিত ছিলেন কবি ননীগোপাল মন্ডল।…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/3k7kK3Dxaxs
সুরে ছন্দের উদ্যেগে পালিত হলো বিজয়া সম্মিলনী ও বৈঠকি আড্ডা
হলদিয়া সংস্কৃতির শহর টাউনশিপ সুরের ছন্দে গানের স্কুলে বিজয়া সম্মিলনী ও বৈঠকী আড্ডা। উপস্থিত ছিলেন কবি ননীগোপাল মন্ডল। তার প্রকাশিত বই মেঘের কোলে কাশফুল বাংলা সাপ ধূসর বিকেল তিনি কবিতা পাঠ করেন।
কবি নুটবিহারী পাত্র। তিনি কবিতা পাঠ করেন একটু রোদের স্বপ্ন সবুজের দিনলিপি প্রকাশের পথে ছড়ার বই ১৩ নদীর বাঁকে। কমল ভৌমিক ছিলেন দীপক খাড়া সুব্রতকুমার বেড়া রজত ব্যানার্জি পম্পা মন্ডল স্বরচিত কবিতা পাঠ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক দেবপ্রসাদ মন্ডল নন্দিতা প্রতি ভট্টাচার্য তিনি স্বরচিত কবিতা পাঠ করেন সন্দীপ সিংহ রায় এবং অসীম কুমার ভূঁইয়া অনুগল্প পাঠ করেন সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক দুর্গাপদ মিশ্র প্রমূখ।
যদিও ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুটি দেশের খেলার ফাইনাল কিন্তু খেলাকে উপেক্ষা করেও শিক্ষা-সংস্কৃতির শহর হলদিয়াতে প্রায় বিকেল তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত চলে বৈঠকি আড্ডা।
No comments