Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় সড়কে খু.ন স্বর্ণ ব্যবসায়ী! নগদ-সোনা নিয়ে পালালো দুষ্কৃতীরা

জাতীয় সড়কে খু.ন স্বর্ণ ব্যবসায়ী! নগদ-সোনা নিয়ে পালালো দুষ্কৃতীরা

রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দৌরাত্ম্য (Criminal Activity)। কাজ থেকে বাড়ি ফেরার পথে ছ নম্বর জাতীয় সড়কে খুন হলেন এক স্বর্ণ ব্যবসায়ী(Gold Trader)। স্থানীয় সূত্র…

 



জাতীয় সড়কে খু.ন স্বর্ণ ব্যবসায়ী! নগদ-সোনা নিয়ে পালালো দুষ্কৃতীরা



রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দৌরাত্ম্য (Criminal Activity)। কাজ থেকে বাড়ি ফেরার পথে ছ নম্বর জাতীয় সড়কে খুন হলেন এক স্বর্ণ ব্যবসায়ী(Gold Trader)। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সমীর পড়িয়া (Samir Paria) নামে ৩৭ বছর বয়সী ওই ব্যবসায়ী।

সোনা ভর্তি ব্যাগ এবং নগদ কিছু টাকা সঙ্গে ছিল। আচমকাই কোলাঘাট থানার (Kolaghat Police Station) দেউলবাড় এলাকায় সবিতা রাইস মিলের কাছে একদল দুষ্কৃতী তাঁর পথ আটকায় এবং ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্বর্ণ ব্যবসায়ীর। পাঁশকুড়া থানা এলাকার উত্তর জিয়াদা গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

ব্যবসায়ী খুনের কথা জানাজানি হতেই রাতে জাতীয় সড়ক (NH 6) অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে যায় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের পেট্রোলিং ভ্যানগুলিকে ওয়্যারলেস মেসেজ পাঠানো হয়। জেলার পদস্থ আধিকারিকদের পাশাপাশি তমলুকের এসডিপিও শাকিব আহমেদ (Shalib Ahmed) নিজেও ঘটনাস্থলে যান। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

No comments