হরিণের শিংসহ দুজন গ্রেপ্তার শিলিগুড়িতে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ।চোরা বাজারে প্রায় কোটি টাকা মূল্যে ঐ হরিণের শিং বিক্রি করার…
হরিণের শিংসহ দুজন গ্রেপ্তার শিলিগুড়িতে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ।
চোরা বাজারে প্রায় কোটি টাকা মূল্যে ঐ হরিণের শিং বিক্রি করার পরিকল্পনার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার পুলিশ।
এই অভিযানে ধৃতরা হল নিউ জলপাইগুড়ি থানার আমবাড়ির বাসিন্দা গোবিন্দ মণ্ডল এবং আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বাসিন্দা প্রীতম রায়৷
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, স্পেশাল অপারেশন গ্রুপ এবং তাদের কাছে খবর আসে
একটি লাল ব্যাগে হরিণের সিংটিকে নিয়ে বাগডোগরায় পৌঁছেছে দু'জন। হরিণের শিংগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছে তারা।
এই প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ৩ রা নভেম্বর তড়িঘড়ি টিম সাজায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার পুলিশ। ধৃত দুজনই ওই হরিণের সিং নিয়ে বাগডোগরা থানার আওতাধীন গোসাইপুর ট্রাফিক পয়েন্টে ক্রেতার জন্য অপেক্ষা করছিল। অভিযান চালিয়ে অভিযুক্তদেরকে গ্রেফতার করে এসওজি ও পুলিশ। ধৃতদের তল্লাশি করে পুলিশ তাদের কাছ থেকে তিনটি হরিণের শিং পায়। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। পুলিশ ধৃতদের বিরুদ্ধে বন্য পশু পাচারের অধীনে মামলা দায়ের করে এবং পরবর্তী পদক্ষেপ শুরু করেছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এই ঘটনাটি বাগডোগরা বন বিভাগকেও জানিয়েছে। ঘটনার খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা বাগডোগরা থানায় পৌঁছে অভিযুক্ত দুজনকেই নিজেদের হেফাজতে নেয়।
শুক্রবার, ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই ঘটনায় আর কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments