নন্দীগ্রাম ১নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী ও সম্বর্ধনা সভা নন্দীগ্রাম ১নং ব্লক হরিপুর অঞ্চল দেবীপুর মিলন বিদ্যাপীঠ প্রাঙ্গণে, নন্দীগ্রাম ১নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী ও সম্বর্ধনা সভায…
নন্দীগ্রাম ১নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী ও সম্বর্ধনা সভা
নন্দীগ্রাম ১নং ব্লক হরিপুর অঞ্চল দেবীপুর মিলন বিদ্যাপীঠ প্রাঙ্গণে, নন্দীগ্রাম ১নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী ও সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি #সম্মানীয়_আজগর_আলী (পল্টু )মহোদয়। এবং আব্দুল তাজামুল আলী মহোদয়, INTTUC র জেলা কমিটির সদস্য। সামসুল ইসলাম মহোদয় জেলা পরিষদ সদস্য। ও বাপ্পাদিত্য গর্গ মহোদয় ব্লকের যুব সভাপতি।
এছাড়া ও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট সম্মানীয় অতিথিবর্গগণ।
No comments