হলদিয়ার সান সেট ভিউয়ে বৃহত আকৃতির বিষধর সাপকে ঘিরে চাঞ্চল্য শীত মানেই বেড়ানো মরসুম। হাল্কা শীতের মজা নিতে ইতিমধ্যে কাছেপিঠের ভ্রমণস্থলকে বেছে নিচ্ছেন ভ্রমণপিয়াসী মানুষজন। সেটা সমুদ্র, পাহাড় বা জঙ্গল হতে পারে। পূর্ব মেদিনীপুর জেল…
হলদিয়ার সান সেট ভিউয়ে বৃহত আকৃতির বিষধর সাপকে ঘিরে চাঞ্চল্য
শীত মানেই বেড়ানো মরসুম। হাল্কা শীতের মজা নিতে ইতিমধ্যে কাছেপিঠের ভ্রমণস্থলকে বেছে নিচ্ছেন ভ্রমণপিয়াসী মানুষজন। সেটা সমুদ্র, পাহাড় বা জঙ্গল হতে পারে। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পর্যটনকেন্দ্র কেন্দ্র হলদিয়ার "সান সেট ভিউ) হলদিয়ার হলদি নদীর বিস্তৃত এলাকা জুড়ে ঝাউ বাগান রয়েছে। সেই ঝাউ বাগানে দূরদূরান্ত থেকে বহু পর্যটক বেড়াতে আসেন। মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বহু পর্যটকের সমাগম ঘটে। সেখানে দেখা দিয়েছে বিপদ। শনিবার সকালে ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়ার "সান সেট ভিউ" য়ে দেখা দিলো একটি বৃহত আকৃতির বিষধর সাপ। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এত বড় মাপের সাপ আগে জেলায় দেখা যায়নি। এত বড় মাপের সাপ এই জঙ্গলে কিভাবে এলো তা ভাবাচ্ছে জেলা বন বিভাগের আধিকারিকদের। এই বিষয়ে জানতে আমরা যোগাযোগ করেছিলাম জেলা বন বিভাগের আধিকারিক অনুপম খান জানান, খবরটি শুনলাম। স্থানীয় বন বিভাগের আধিকারিকদের বিষয়টি দেখার জন্য জানিয়েছি। সাপটিকে যদিও ধরা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। ছবি দেখে বুঝলাম সাপটি কিং কোবরা। সাপটিকে যাতে ধরা যায় তার চেস্টা চলছে। প্যানিকের কিছু নেই। গভীর জঙ্গলে এই ধরনের জীব জন্তু মাঝে মধ্যেই বেরায়। সেগুলি যাতে সাধারণ মানুষের ক্ষতি না করতে পারে সেদিকে আমাদের নজর থাকবে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বৃহত আকৃতির বিষধর সাপ দেখে আতংক ছড়িয়েছে শিল্প শহর হলদিয়ায়।।
No comments