হলদিয়া সপ্তপর্নী ঘাটে সবুজের অভিযানের উদ্যোগে চারা গাছ বিনিময়
হলদি নদীর তীরে "সবুজের অভিযান" ফেসবুক পরিবার নিজেদের মধ্যে চারা গাছ বিনিময় করে। সেই সঙ্গে উপস্থিত উৎসাহীদের চারা গাছ দেওয়া হয়। আয়োজক-হলদিয়া এস .সি ; এস.…
হলদিয়া সপ্তপর্নী ঘাটে সবুজের অভিযানের উদ্যোগে চারা গাছ বিনিময়
হলদি নদীর তীরে "সবুজের অভিযান" ফেসবুক পরিবার নিজেদের মধ্যে চারা গাছ বিনিময় করে। সেই সঙ্গে উপস্থিত উৎসাহীদের চারা গাছ দেওয়া হয়।
আয়োজক-হলদিয়া এস .সি ; এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি। লক্ষ্য-"চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম" পরিবার থেকেই গাছ লাগানো ও গাছ রক্ষণাবেক্ষণের অভ্যাস গড়ে তোলা উচিত। সেই সঙ্গে দূষণ প্রতিরোধ ; পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করা ।
No comments