বিদ্যুতের বিভিন্ন ক্ষেত্রে বর্দ্ধিত চার্জ আদায় বন্ধ,স্মার্ট প্রিপেইড মিটার চালুর চক্রান্ত প্রতিরোধের দাবিতে নকল স্মার্ট প্রিপেইড মিটার পুড়িয়ে বিক্ষোভ দপ্তরের রিজিওনাল ম্যানেজার অফিসে বিক্ষোভ,পথ অবরোধ পঃ বঃ রাজ্য বিদ্যুৎ …
বিদ্যুতের বিভিন্ন ক্ষেত্রে বর্দ্ধিত চার্জ আদায় বন্ধ,স্মার্ট প্রিপেইড মিটার চালুর চক্রান্ত প্রতিরোধের দাবিতে নকল স্মার্ট প্রিপেইড মিটার পুড়িয়ে বিক্ষোভ
দপ্তরের রিজিওনাল ম্যানেজার অফিসে বিক্ষোভ,পথ অবরোধ
পঃ বঃ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড(ডব্লিউ বি এস ই ডি সি এল) ২০২৩-২৪ সালের ট্যারিফ অনুযায়ী গত জুলাই মাস থেকে গৃহস্থ-বাণিজ্যিক-কৃষি-ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ফিক্সড চার্জ দ্বিগুণ, মিনিমাম চার্জ তিনগুন ও ডিস-কানেকসান/রি কানেকসান চার্জ এক ধাক্কায় ১০০ টাকা থেকে ৫০০ টাকা করেছে। অনেক ক্ষুদ্র শিল্পের গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য আবেদন করেছেন। বহু শিল্প গ্রাহক এখনো ওই বিল না দিয়ে প্রতিবাদ করছেন।
ওই বর্দ্ধিত চার্জ প্রত্যাহার,বিদ্যুৎ আইন-২০০৩(সংশোধনী-২০২২)বাতিল সহ স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত প্রতিরোধে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র পক্ষ থেকে আজ দপ্তরের পূর্ব মেদিনীপুর জেলার রিজিওনাল ম্যানেজার অফিসে বিক্ষোভ প্রদর্শন-বিজলীভবনের গেটে হলদিয় মেছেদা রাজ্য সড়ক অবরোধ করে নকল স্মার্ট প্রিপেইড মিটার পোড়ানো হয়। ওই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক তরু প্রধান, জেলা কমিটির সম্পাদক প্রদীপ দাস,নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পালের নেতৃত্বে পাঁচ জনের এক প্রতিনিধিদল রিজিওনাল ম্যানেজারের নিকট ডেপুটেশন দেন। প্রতিনিধিদলে ছিলেন জয়মোহন পাল,সুনীল ঘোড়ই,সুবল খাঁড়া,নারায়ণ চন্দ্র নায়ক, শংকর মালাকার প্রমুখ।
প্রদীপবাবু গ্রাহক স্বার্থ বিরোধী এই নীতির বিরুদ্ধে সর্বস্তরের গ্রাহকদের গ্রামে গ্রামে গ্রাহক প্রতিরোধ কমিটি গঠন করে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।
No comments