সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির বাড়িতে হাজির হল দিল্লি পুলিস
একটি ডিজিটাল সংবাদ মাধ্যম সংক্রান্ত তদন্তে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির বাড়িতে হাজির হল দিল্লি পুলিসের বিশেষ সেল। শুধু ইয়েচুরির বাড়িই নয়, মঙ্গলবার সকাল থেকে দিল্লি, নয়ডা, গ…
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির বাড়িতে হাজির হল দিল্লি পুলিস
একটি ডিজিটাল সংবাদ মাধ্যম সংক্রান্ত তদন্তে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির বাড়িতে হাজির হল দিল্লি পুলিসের বিশেষ সেল। শুধু ইয়েচুরির বাড়িই নয়, মঙ্গলবার সকাল থেকে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ ও মুম্বইয়ের ১০০টিরও বেশি জায়গায় দিল্লি পুলিসের টিম গিয়ে তল্লাশি চালিয়েছে বলে খবর। প্রায় ৫০০ জন পুলিসকর্মী ও আধিকারিক বিভিন্ন জায়গায় অভিযানে সামিল ছিলেন। একটি ডিজিটাল সংবাদ সংস্থা ও তাতে চীনা লগ্নির অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান বলে খবর পুলিস সূত্রে। জানা গিয়েছে, দিল্লিতে সীতারাম ইয়েচুরির আবাসের একটি তলে এক দলীয় কর্মী থাকেন। সেই কর্মীর পুত্র তদন্তের আওতায় থাকা ওই সংবাদ সংস্থার কর্মী। সেই কারণেই সীতারাম ইয়েচুরির বাড়িতে এসেছিল পুলিস। সংবাদ সংস্থার ওই কর্মীর মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ইয়েচুরি বলেছেন, 'ওরা কীসের, কেন তল্লাশি চালাচ্ছেন কেউ জানে না। তবে সংবাদ মাধ্যমকে দাবিয়ে রাখার চেষ্টা হলে দেশের মানুষের তা জেনে রাখা উচিৎ'। ওই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আগস্ট মাসে আর্থিক তছরূপ ও চীনের সমর্থনে প্রতিবেদন প্রকাশের অভিযোগে বেশ কয়েকটি মামলা রুজু হয়। তার মধ্যে ইউএপিএ ধারাকও কয়েকটি মামলা ছিল। আজকের তদন্তে পুলিস বিভিন্ন জায়গা থেকে বিপুল মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে। সংবাদ সংস্থাটির কয়েকজন কর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
No comments